২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার



অভিনব কায়দায় নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশের দল ঘোষণা

ক্রীড়া ডেস্ক || ১৮ সেপ্টেম্বর, ২০২৪, ০৩:০৯ পিএম
অভিনব কায়দায় নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশের দল ঘোষণা


নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে বাংলাদেশ। বুধবার (১৮ সেপ্টেম্বর) বিসিবির অফিসিয়াল ফেসবুক পেজে ভিন্ন আঙ্গিকে দলের ক্রিকেটারদের নাম প্রকাশ করেছে বিসিবি। মূলত দেশের বাইরে থাকা প্রবাসীদের দিয়ে বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটারদের নাম প্রকাশ করেছে তারা।

বিসিবির অফিসিয়াল পেজে বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টায় প্রবাসী বাংলাদেশিদের মাধ্যমে এক ভিডিও বার্তায় দল ঘোষণা করা হয়। ভিডিওর শুরুতেই  বাংলাদেশ ক্রিকেটের নারী বিভাগের প্রধান হাবিবুল বাশার সুমন বলেন, আপনারা জানেন, নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আর বেশিদিন বাকি নেই। আমাদের মেয়ে ক্রিকেটাররা কিন্তু অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে এবার বিশ্বকাপে তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে।

বিশ্বকাপে বাংলাদেশের নেতৃত্ব তুলে দেয়া হয়েছে অভিজ্ঞ নিগার সুলতানা জ্যোতি কাঁধে। ১৫ সদস্যের দলে রয়েছে চমক। শ্রীলঙ্কায় 'এ' দলের হয়ে সিরিজে অংশ নেয়া দলের ১৩ জনই রয়েছেন বিশ্বকাপ দলে। সেই দলেরে সাবিকুন নাহার জেসমিন এবং শামিমা সুলতানা বাদ পড়েছেন। তাদের জায়গায় দলে ফিরেছেন দীপা বিশ্বাস ও সাথী রানী।

বিশ্বকাপে বাংলাদেশের নেতৃত্ব তুলে দেয়া হয়েছে অভিজ্ঞ নিগার সুলতানা জ্যোতি কাঁধে। ১৫ সদস্যের দলে রয়েছে চমক। শ্রীলঙ্কায় 'এ' দলের হয়ে সিরিজে অংশ নেয়া দলের ১৩ জনই রয়েছেন বিশ্বকাপ দলে। সেই দলেরে সাবিকুন নাহার জেসমিন এবং শামিমা সুলতানা বাদ পড়েছেন। তাদের জায়গায় দলে ফিরেছেন দীপা বিশ্বাস ও সাথী রানী।

বিশ্বকাপের বাংলাদেশ স্কোয়াড

নিগার সুলতানা জ্যোতি, মারুফা আক্তার, দিশা বিশ্বাস, সাথী রানি, মুর্শিদা খাতুন, স্বর্ণা আক্তার, রিতু মণি, নাহিদা আক্তার, সুলতানা খাতুন, সোবহানা মুশতারি, ফাহিমা খাতুন, জাহানারা আলম, দিলারা আক্তার, তাজ নাহার ও রাবেয়া খান। 



আরো পড়ুন