বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে সমর্থন জানিয়ে সাধারণ মানুষের পাশাপাশি তারকারও। শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে দেশের শিল্পীদের বড় একটি অংশ নেমে এসেছিল রাজপথে। অনেকেই সামাজিক যোগাযোগমধ্যমেও শিক্ষার্থীদের পক্ষ নিয়ে পোস্ট করেছিলেন। ১৭ জুলাই শিক্ষার্থীদের হত্যা দেশের পরিস্থিতি নিয়ে একটি পোস্ট করেছিলেন চঞ্চল চৌধুরী। এরপর আর কোনো পোস্ট না করলেও শুক্রবার (৯ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন তিনি।
যেখানে দাবি করেছেন তার মায়ের অসুস্থতাজনিত কারণে সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব বেশী সক্রিয় হতে পারেননি। দেশে সাম্প্রতিক পরিস্থিতিতে তিনি কোন মন্তব্য করেননি দাবি করে চঞ্চল চৌধুরী লিখেছেন, আমি চঞ্চল চৌধুরী বলছি। আমার নাম ব্যবহার করে কোনো বিদেশি/দেশী পত্রপত্রিকা বা সামাজিক যোগাযোগ মাধ্যমে, সাম্প্রতিক পরিস্থিতিতে যদি কিছু লেখা হয়, তার দায় আমার নয়। কারণ এখন পর্যন্ত আমি কোনো পত্র পত্রিকা বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো বিষয়ে কোনো বক্তব্য দেইনি।
এ অভিনেতা আরও লিখেছেন, আমি সাধারণ একজন শিল্পী।পেশাগত কারণ ছাড়া কোনো কিছুর সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। আমার মায়ের চরম অসুস্থতাজনিত কারণে সাম্প্রতিক সময়ে আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব বেশী সক্রিয় নই। দেশে শান্তি বিরাজ করুক, সকলের মঙ্গল হোক।
অন্যদিকে, নতুন সিনেমা মুক্তির অপেক্ষায় আছেন চঞ্চল চৌধুরী। কিংবদন্তি ভারতীয় চলচ্চিত্র নির্মাতা মৃণাল সেনের জীবনীভিত্তিক সিনেমা ‘পদাতিক’। সিনেমাটি নির্মাণ করেছেন ভারতের জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জি। এই সিনেমাটিতে মৃণাল সেনের ভূমিকায় অভিনয় করেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। সিনেমাটি আগামী ১৫ আগস্ট মুক্তির পেতে চলেছে ভারতে। বাংলাদেশেও সিনেমাটি মুক্তির কথা ছিল। এ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
সরকার ও রাজনৈতিক পটপরিবর্তনের পর দুই বাংলার বিনোদন দুনিয়া কতটা প্রভাবিত হতে চলেছে এ নিয়ে প্রশ্ন উঠেছে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে পর্যালোচনার পাশাপাশি দুই বাংলায় সিনেমা মুক্তি নিয়েও দেখা দিয়েছে আশঙ্কা।