২২ ডিসেম্বর ২০২৪, রবিবার



১০ হাজার দক্ষ শ্রমিক তৈরিতে অর্থ মন্ত্রণালয়-রিহ্যাব চুক্তি

ঢাকা বিজনেস ডেস্ক || ৩১ জুলাই, ২০২৪, ০৬:৩৭ এএম
১০ হাজার দক্ষ শ্রমিক তৈরিতে অর্থ মন্ত্রণালয়-রিহ্যাব চুক্তি


আবাসন খাতে আরও ১০ হাজার দক্ষ শ্রমিক তৈরি করতে অর্থ মন্ত্রণালয়ের স্কিলস ফর ইন্ডাস্ট্রি কমপিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রামের (সিসিপ) সঙ্গে চুক্তি সই করেছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)।  মঙ্গলবার (৩০ জুলাই) সকালে রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে এই চুক্তি সই হয়। 

রিহ্যাবের পক্ষে চুক্তিতে সই করেন সংগঠনের সভাপতি মো. ওয়াহিদুজ্জামান। এ সময় রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূঁইয়া, ভাইস প্রেসিডেন্ট-৩ আবদুল লতিফ, ভাইস প্রেসিডেন্ট (ফাইন্যান্স) আবদুর রাজ্জাক ও এসইআইপি-রিহ্যাব প্রকল্পের প্রধান সমন্বয়ক কাজী আবুল কাশেম উপস্থিত ছিলেন। সিসিপের পক্ষে সই করেন নির্বাহী প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) মোহাম্মদ ওয়ালিদ হোসেন। সিসিপের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। 

রিহ্যাবের পক্ষে বক্তব্য দেন সংগঠনের সভাপতি মো. ওয়াহিদুজ্জামান। তিনি বলেন, এর আগে রিহ্যাব দেশের বিভিন্ন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মাধ্যমে প্রায় ২১ হাজার নির্মাণ শ্রমিককে সফলভাবে প্রশিক্ষণ দিয়েছে। তাঁদের মধ্যে প্রায় ৯০ শতাংশ বিভিন্ন ডেভেলপার কোম্পানিসহ বিদেশে চাকরি করছেন এবং দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।

সিসিপের নির্বাহী প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) মোহাম্মদ ওয়ালিদ হোসেন বলেন, রিহ্যাব এর আগে প্রায় ২১ হাজার প্রশিক্ষণার্থীকে দক্ষতার সঙ্গে প্রশিক্ষণ দিয়েছে। তাদের প্রশিক্ষণের মান খুবই সন্তোষজনক। এই প্রশিক্ষণে নারী শিক্ষার্থীর সংখ্যা ছিল অভূতপূর্ব। ভবিষ্যতে রিহ্যাব নির্মাণ খাতে উচ্চতর প্রশিক্ষণ দেওয়ার ক্ষেত্রে বিশেষ অবদান রাখবে, এমন প্রত্যাশার কথা ব্যক্ত করেন তিনি।

সম্পূর্ণ বিনা মূল্যে প্রশিক্ষণার্থীদের এ প্রশিক্ষণ দেওয়া হবে। একই সঙ্গে প্রত্যেক প্রশিক্ষণার্থী বৃত্তি পাবেন। ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেইনটেন্যান্স, প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিংস, মেশিনারি অ্যান্ড স্টিল বাইন্ডিং, টাইলস অ্যান্ড মার্বেল ওয়ার্কস- এই চার বিষয়ে প্রকল্পের আওতায় উচ্চতর প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণের মেয়াদ হবে চার মাস। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের দেশে বিদেশে কর্মসংস্থানের সুযোগ থাকবে।



আরো পড়ুন