২৩ ডিসেম্বর ২০২৪, সোমবার



হিলিতে গুণ কমেছে বেগুনের

আনোয়ার হোসেন বুলু, দিনাজপুর || ৩০ জুলাই, ২০২৪, ০৮:৩৭ এএম
হিলিতে গুণ কমেছে বেগুনের


দিনাজপুরের হিলিতে সবজির দাম কমতে শুরু করেছে। প্রতিটি সবজির দাম কমেছে কেজিতে ৫ থেকে ১০ টাকা। বেশি কমেছে বেগুনের দাম। কেজিতে কমেছে ৪০ টাকা। তবে আলুর দাম অপরিবর্তিত রয়েছে। এখনো প্রতিকেজি আলু ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।  এছাড়া কমেছে পটল, ঢেঁড়শ, করলাসহ শাকসবজির দাম। 

ক্রেতারা বলছেন, এখন একটু সবজি কিনে স্বস্তি পাচ্ছি। এক সপ্তাহ আগে বেগুন বিক্রি হয়েছে ৮০ টাকা কেজি দরে। এখন বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি দরে। কেজিতে ৪০ টাকা কমেছে বেগুনের দাম। এভাবে প্রতিটি সবজির দাম কমেছে। আর বিক্রেতারা বলছেন, কিছুদিন আগে টানা বর্ষণ, রোদের কারণে সবজির উৎপাদন কমে যায়। তাই বাজারেও সবজির সরবরাহ কম ছিল। এখন সরবরাহ স্বাভাবিক হয়ে এসেছে। দামও কমেছে। 

মঙ্গলবার (৩০ জুলাই) সকালে হিলিবাজারে সবজি কিনতে আসা মো. লুৎফর রহমান বলেন, ‘এক সপ্তাহ আগে তো ৫০০ টাকা বাজারে নিয়ে এসেছেও খরচ শেষ হতো না। এখন সবজির দাম একটু কমেছে। স্বস্তি ফিরে এসেছে সাধারণ ক্রেতাদের মাঝে। গেলো মঙ্গলবার (২৩ জুলাই) প্রতিকেজি বেগুন কিনি ৮০ টাকা কেজি দরে। আর আজ মঙ্গলবার (৩০ জুলাই) কিনলাম ৪০ টাকা কেজি দরে। কেজিতে ৪০ টাকা কমেছে বেগুনের দাম। ঢেঁড়শ ছিল ৩০ টাকা কেজি এখন বিক্রি হচ্ছে ২০ টাকা দরে। এভাবে প্রতিটি সবজির দাম কমেছে।’

আরেক ক্রেতা, মো. কোবাদ হোসেন বলেন, ‘এই সপ্তাহে সবজির দাম একটু কমেছে। তবে আলুর দাম কমছে না। আগে ৬০ টাকা কেজি ছিল। এখনো ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কমেছে করলার দাম গত মঙ্গলবার প্রতিকেজি করলা ২৬০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। আর আজ মঙ্গলবার বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি দরে। কাঁচা মরিচের কেজি ছিল ২২০ টাকা এখন ১৬০ থেকে ১৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।’ 

হিলিবাজারে সবজি বিক্রেতা মো. ফৌরদৌস রহমান বলেন, ‘কিছুদিন আগে টানা বৃষ্টি আর রোদের কারণে সবজির উৎপাদন কমে যায়। তাই বাজারে সরবরাহও কম ছিল। বেড়ে যায় প্রতিটি সবজরি দাম। গেলো সপ্তাহের চেয়ে এ সপ্তাহে বাজারে বাজারে সবজির সরবরাহ একটু বেড়েছে। তাই দামও কমেছে।’

ফেরদৌস রহমান আরও বলেন, ‘বেগুনের দাম কেজিতে কমেছে ৪০ টাকা। ৮০ টাকা কেজি দরের বেগুন বিক্রি হচ্ছে ৪০ টাকায়। ২২০ টাকা দরের কাঁচামরিচ বিক্রি হচ্ছে ২৬০ থেকে ১৮০ টাকা কেজি দরে। ১৬০ টাকা কেজি দরের করলা বিক্রি হচ্ছে ১২০ টাকা দরে।’  



আরো পড়ুন