০৩ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার



শিক্ষকদের সর্বজনীন পেনশন স্কিম আগামী বছর: কাদের

ঢাকা বিজনেস ডেস্ক || ১৩ জুলাই, ২০২৪, ১০:৩৭ এএম
শিক্ষকদের সর্বজনীন পেনশন স্কিম আগামী বছর: কাদের


আগামী বছরের ১ জুলাই শিক্ষকদের সর্বজনীন পেনশন স্কিম চালু হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।   শনিবার (১৩ জুলাই) দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় তিনি এই তথ্য জানান। 

এর আগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন তিনি।

সেতুমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসিদে ভাষণে সবার জন্য পেনশন স্কিমের যে ডেটটা বলেছেন, শিক্ষকদের ব্যাপারে যে তথ্যটা গেছে এটা মিসটেক। এটাই সত্যি, সবাইকে পেনশন স্কিমে অন্তর্ভুক্ত করার তারিখ হচ্ছে ২০২৫ সালের ১ জুলাই। এটা তাদেরকে আমরা পরিষ্কারভাবে বলেছি।’

ওবায়দুল কাদের বলেন, ‘শিক্ষকদের দাবি সুপার গ্রেড ও স্বতন্ত্র উচ্চগত স্কেল প্রদানের বিষয়টি আলোচনা হবে। আমরা পাবলিক বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষকদের মর্যাদা, আর্থিক সুবিধা-অসুবিধার বিষয়টি আলোচনা করে তারা লিখিত যে বক্তব্য দিয়েছেন সেটা সরকারের উচ্চ পর্যায়ে; প্রধানমন্ত্রী কাছে আমরা উত্থাপন করবো।’

আলাপ-আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, ‘আলাপ-আলোচনার ভিত্তিতে আশা করি, সব সমস্যার অচিরেই সমাধান হবে। আমরা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কর্মবিরতি কর্মসূচি প্রত্যাহার করার অনুরোধ করেছি। শিক্ষক নেতারা সাংগঠনিকভাবে তাদের ফেডারেশনের নেতাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করবেন বলে জানিয়েছেন।’



আরো পড়ুন