২৩ ডিসেম্বর ২০২৪, সোমবার



‘হজযাত্রীদের ডলারের সংকট হবে না’

স্টাফ রিপোর্টার || ২৬ জানুয়ারী, ২০২৩, ০৪:০১ পিএম
‘হজযাত্রীদের ডলারের সংকট হবে না’


ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, ‌‘হজযাত্রীদের ডলার সংকট এড়াতে আগাম প্রস্তুতি নেওয়া হয়েছে। কোনো সংকট হবে না।’ বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের শেষ দিনের চতুর্থ অধিবেশন শেষে তিনি প্রশ্নের জবাবে সাংবাদিকদের এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘সংকট তৈরি হওয়ার মতো পরিস্থিতি অন্তত বাংলাদেশে এখনো হয়নি। অনেক রাষ্ট্র (নাম ধরে বলতে চাই না) তাদের এরই মধ্যে ডলার সংকট হয়ে গেছে। বাংলাদেশ এখন পর্যন্ত স্থিতিশীল অবস্থার মধ্যে আছে।’ 

তিনি বলেন, ‘হজযাত্রীদের বিষয়ে প্রধানমন্ত্রী সজাগ, সচেতন এবং হজ যাত্রীরা আল্লাহর মেহমান হিসেবে যাবেন, তাদের যেন কোনো সংকটে না পড়তে হয় সেজন্য আগাম প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।’

পাঠ্যবইয়ের ধর্ম বিষয় নিয়ে একটি বড় ধরনের অপপ্রচার তৈরি হয়েছে, এ বিষয়ে ফরিদুল হক খান বলেন, ‘এ বিষয়টি আমার নয় তারপরেও বলছি, ইতোমধ্যে আমাদের যে মিটিংটা হয়েছে, সেখানে দুটি কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি কাজ করছে। এ কমিটি কাজ করার পর যেখানে সংযোজন-বিয়োজন যা কিছু করা দরকার, সেটা করার মতো সুযোগ রয়ে গেছে। এটার জন্য কার্যক্রম হাতে নেওয়া হয়েছে এবং চলছে। সমাধানের চেষ্টা চলছে।’

প্রসঙ্গত, এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার জন হজ পালন করবেন। 

ঢাকা বিজনেস/এম



আরো পড়ুন