ডাক ও টেলিযোগাযোগ বিভাগের উদ্যোগে তিন দিনব্যাপী আয়োজিত ‘ডিজিটাল বাংলাদেশ মেলা’ শুরু হচ্ছে বৃহস্পতিবার (২৬ জানুয়ারি)। চলবে ২৮ জানুয়ারি পর্যন্ত। মেলায় থাকছে দেশীয় ইলেক্ট্রনিক্স কোম্পানি ভিসতার বিশেষ অফার।
ভিসতার পক্ষ থেকে জানানো হয়েছে, ৫৫ ও ৮৬ ইঞ্চি অ্যানন্ড্রয়েড টিভিতে থাকছে ২৫ শতাংশ ডিসকাউন্ট। এছাড়া, ৩২, ৪৩, ৬৫ ইঞ্চি টিভিতে থাকছে ২০ শতাংশ ডিসকাউন্ট।
মেলায় অংশ নেওয়া প্রসঙ্গে ভিসতা’র পরিচালক উদয় হাকিম বলেন, ‘ভিসতা বাংলাদেশের ইলেকট্রনিক্স তথা আইসিটি পণ্যের জগতে একটি নতুন সেনসেশন। ইতোপূর্বে বাংলাদেশে ভিসতার মতো কোয়ালিটি পণ্য উৎপাদন বা বাজারজাত হয়নি। বাংলাদেশে ভিসতাই চ্যালেঞ্জ সহকারে বেস্ট কোয়ালিটির পণ্য নিয়ে এসেছে। ডিজিটাল মেলায় প্রথমবারের মতো অংশ নিচ্ছে ভিসতা। আশা করি, অভিজ্ঞ ক্রেতাদের নজর কাড়বে ভিসতা। মেলায় লেটেস্ট মডেলের অ্যান্ড্রয়েড টিভি, ওয়াইফাই রাউটার, অ্যান্ড্রয়েড প্রজেক্টরসহ উচ্চ প্রযুক্তির পণ্য নিয়ে এসেছে ভিসতা।’
এদিকে, আয়োজক কর্তৃপক্ষ বুধবার (২৫ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বৃহস্পতিবার ২৬ জানুয়ারি সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও বার্তায় এই মেলার উদ্বোধন করবেন। সম্মেলনে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
মেলা উপলক্ষে বুধবার (২৫ জানুয়ারি) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত সংবাদ সম্মেলনে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, ‘‘ডিজিটাল প্রযুক্তির মহাসড়ক বিনির্মাণের অগ্রগতি, চ্যালেঞ্জ, সম্ভাবনা এবং পরিবর্তিত বিশ্বে নতুন সভ্যতার রূপান্তরে কৃত্রিম বুদ্ধিমত্তা, আইওটি, রোবটিক্স, বিগডাটা, ব্লকচেইন ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ডিজিটাল বাংলাদেশের ভিত্তি আজ সুদৃঢ় হয়েছে। ডিজিটাল বাংলাদেশের শক্তিশালী ভিত্তির ওপর দাঁড়িয়েই দূরদৃষ্টি প্রজ্ঞাবান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ ভিশন বাস্তবায়িত হবে। ডিজিটাল প্রযুক্তি উদ্ভাবন, উপযোগী মানব সম্পদ সৃষ্টি, ডিজিটাল প্রযুক্তির আধুনিক সংস্করণের সঙ্গে জনগণের সেতুবন্ধন তৈরি এবং ডিজিটাল বাংলাদেশ কর্মসূচি বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরাই ‘ডিজিটাল বাংলাদেশ মেলা’ ২০২৩ অন্যতম মূল লক্ষ্য।’’
মন্ত্রী আরও বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ কর্মসূচির অগ্রগতি, অবস্থান ও ভবিষ্যৎ চ্যালেঞ্জগুলো তুলে ধরতে তিন দিনব্যাপী ডিজিটাল বাংলাদেশ মেলা অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য মেলার স্টল খোলা থাকবে। www.digitalbangladeshmela.org.bd বিস্তারিত তথ্য জানা যাবে। মেলার এ ওয়েব সাইটে ক্লিক করে দর্শনার্থীরা বিনা মূল্যে নিবন্ধন করতে পারবেন।
ডিজিটাল বাংলাদেশ মেলায় এই বছরের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘ডিজিটাল বাংলাদেশের সংযুক্তির মহাসড়ক’।
ঢাকা বিজনেস/এইচ/