০৫ এপ্রিল ২০২৫, শনিবার



যে-কারণে কাঁচামরিচে ঝাল কমে, দাম বাড়ে

আনোয়ার হোসেন বুলু, দিনাজপুর || ২৪ মে, ২০২৪, ০৮:৩৫ এএম
যে-কারণে কাঁচামরিচে ঝাল কমে, দাম বাড়ে


ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরুর পর দিনাজপুরের হিলিতে দেশি কাঁচামরিচের বাজারে হ-য-ব-র-ল অবস্থার সৃষ্টি হয়েছে। শুক্রবার (২৪ মে) স্থানীয় খুচরা বিক্রেতারা কেউ বিক্রি করছেন ১২০ টাকা কেজি দরে, আবার কেউ বিক্রি করছেন ১৪০ টাকায়। আগেরদিন বৃহস্পতিবার (২৩ মে) দেশি কাঁচামরিচ বিক্রি হয়েছে ১৬০ টাকা কেজি দরে।  

শুক্রবার (২৪ মে) হিলিবাজারে সবজি কিনতে এসেছেন মো. মিজানুর রহমান। তিনি বলেন, ‘বৃহস্পতিবার (২৩ মে) ১৬০ টাকা কেজি দরে দেশি কাঁচামরিচ বিক্রি হয়েছে। আমি ৪০ টাকা দিয়ে ২৫০ গ্রাম কাঁচামরিচ কিনি। আর আজ বাজারে এসে দেখছি, কোনো বিক্রেতা ১২০ টাকা কেজি, আবার কোনো বিক্রেতা ১৪০ টাকা কেজি দাম হাঁকাচ্ছেন।’ 

মিজানুর রহমান আরও বলেন, ‘আমার মনে হয় ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু হওয়ার পর স্থানীয় বিক্রেতারা তাড়াহুড়ো করে যে যেদামে পারেন, দেশি মরিচ বিক্রি শুরু করেছেন। কারণ ভারতীয় মরিচ বাজারে এলে তো দাম কমে আসবে।’

সবজি বিক্রেতা মো. সাদ্দাম হোসেন বলেন, ‘আমরা আজ যে-সব কাঁচামরিচ বিক্রি করছি, তার সবই দেশি কাঁচামরিচ। এসব মরিচ ১৪০ থেকে ১৫০ টাকা কেজি দরে কেনা আছে। যদিও ভারত থেকে যদিও কাঁচামরিচ আমদানি শুরু হয়েছে। সে-সব কাঁচামরিচ হিলি বাইরে চলে গেছে। স্থানীয় বাজারে কোনো ভারতীয় কাঁচামরিচ ঢোকেনি। তারপরও লোকসানের আশঙ্কায় অনেকে হয়তো কমদামে দেশি কাঁচামরিচ ছেড়ে দিচ্ছেন।’ 

পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা মো. সোহরাব হোসেন বলেন, ‘বৃহস্পতিবার ( ২৩ মে) মেসার্স আশা বাণিজ্যালয় হিলিবন্দরে ভারত থেকে ৯ মেট্রিক টন ৮৪০ কেজি কাঁচা মরিচ আমদানি করেছে।’ 

হিলি স্থলবন্দর উদ্ভিদসংগ নিরোধ কেন্দ্রের উপ-সহকারী মো. ইউসুফ আলী ঢাকা বিজনেসকে বলেন, ‘দেশি কাঁচামরিচের দাম বেড়ে যাওয়ায় কয়েকজন আমদানিকারক কৃষি মন্ত্রণালয়ে আবেদন করেন। এ পর্যন্ত হিলি বন্দরের ৮ জন আমদানিকারক ৩ হাজার ৫০০ মেট্রিক টন কাঁচামরিচ আমদানির অনুমতি দিয়েছে কৃষি মন্ত্রণালয়। বৃস্পতিবার  প্রথম দিনে হিলিবন্দর দিয়ে ৯ মেট্রিক টন ৮৪০ কেজি কাঁচামরিচ আমদানি করা হয়েছে।’ 




আরো পড়ুন