২২ নভেম্বর ২০২৪, শুক্রবার



পঞ্চম দফার নির্বাচন সোমবার

আন্তর্জাতিক ডেস্ক || ১৮ মে, ২০২৪, ০৭:৩৫ এএম
পঞ্চম দফার নির্বাচন সোমবার


ভারতে লোকসভা নির্বাচন পঞ্চম দফার নির্বাচন সোমবার (২০ মে)। পশ্চিমবঙ্গের সাতটি আসনসহ মোট ৪৯টি আসনে হবে ভোটগ্রহণ। অমেঠী ও রায়বরেলির মতো আসনে প্রেস্টিজফাইট রয়েছে এই পঞ্চম দফাতেই। সবমিলিয়ে ৬ রাজ্য ও দুই কেন্দ্রশাসিত অঞ্চলে ভোট দেবেন নাগরিকরা।

তীব্র গরমের সঙ্গেই বাড়ছে ভারতের লোকসভা নির্বাচনের উত্তাপ। লোকসভা ভোট যত শেষের দিকে এগোচ্ছে, উত্তেজনার পারদ যেন ততই বাড়ছে। ভোটের ময়দানে কোনো দল, অপর দলকে এক চুলও ছাড়তে নারাজ। তারমধ্যেই পঞ্চম দফায় রয়েছে একাধিক হেভি ওয়েট প্রার্থীর ভাগ্য পরীক্ষা।

পঞ্চম দফায় দেশ জুড়ে মানুষের নজর থাকবে উত্তরপ্রদেশের আমেথির দিকে। সেখানে বিজেপি প্রার্থী স্মৃতি ইরানি মূল প্রতিপক্ষ হিসেবে পাচ্ছেন কংগ্রেসের কিশোরী লাল শর্মাকে। অন্যদিকে আমেথি ছেড়ে এবার ওয়ানডের পাশাপাশি মায়ের কেন্দ্র রায়বরেলি থেকেও নির্বাচনে লড়ছেন রাহুল গান্ধী। আর লখনউ কেন্দ্রে ভাগ্য পরীক্ষা হবে সিনিয়র বিজেপি নেতা রাজনাথ সিংয়ের। এছাড়া হাজিপুর কেন্দ্রে লোক জনশক্তি পার্টির বাহুবলি নেতা রামবিলাস পাসোয়ানের ছেলে চিরাগ পাসওয়ান, মুম্বই উত্তর কেন্দ্রে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল, কাশ্মীরের বারামুল্লা কেন্দ্রে ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লা, পশ্চিমবঙ্গের হুগলিতে অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায়, হুগলির শ্রীরামপুর কেন্দ্রে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ভাগ্য নির্ধারণ হবে এদিন।

পঞ্চম দফায় ভোটগ্রহণ হবে পশ্চিমবঙ্গ ও বিহারের ৭টি করে আসনে, উত্তরপ্রদেশে ১৪টি, মহারাষ্ট্রে ১৩টি, ওড়িশায় ৫টি, ঝাড়খণ্ডে ৩টি আর জম্মু ও কাশ্মীর ও লাদাখে একটি করে আসনে।

এদিকে চতুর্থ দফার নির্বাচনে পশ্চিমবঙ্গে নির্বাচন চলাকালীন বিক্ষিপ্ত হিংসার জেরে রাজ্যজুড়ে বাড়ানো হয়েছে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, আগে বাহিনী ছিল ৭৬২ কোম্পানি৷ তবে এবার থাকছে ৭৯৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ৷



আরো পড়ুন