২৩ ডিসেম্বর ২০২৪, সোমবার



বেড়েছে আলু আমদানি, বাড়েনি বিক্রি

আনোয়ার হোসেন বুলু, দিনাজপুর || ১৮ এপ্রিল, ২০২৪, ০৬:৩৪ এএম
বেড়েছে আলু আমদানি, বাড়েনি বিক্রি


দেশের আলুর দাম বেড়ে যাওয়ায় ভারত থেকে আমদানি বাড়িয়ে দিয়েছেন ব্যবসায়ীরা। সংশ্লিষ্টরা বলছেন, ঈদের আগে হিলিবন্দর দিয়ে গড়ে ১০ থেকে ১২ ট্রাক আলু আমদানি হলেও বর্তমানে সেই সংখ্যা এখন বেড়েছে। প্রতিদিনই আসছে ভারত থেকে আলুবোঝায় ট্রাক। আমদানিকারকেরা বলছেন, পুরোদমে আলু আমদানি হচ্ছে। কিন্তু বিক্রি হচ্ছে তুলনামূলক কম। দামও কম। তাই  লোকসানের মুখে পড়তে হচ্ছে।  বৃহস্পতিবার (১৮ এপ্রিল) হিলিতে  আমদানিকারক ও বন্দর সংশ্লিষ্টদের কথা বলে এসব তথ্য পাওয়া গেছে। 

হিলির আলু আমদানিকারক মো. হারুন উর রশীদ বলেন, ‘ঈদে ভারত থেকে আলু কিনতে পড়তো ১৪ টাকা কেজি। আর এখন পড়ছে ২০ টাকা। সঙ্গে সরকারি শুল্ক প্রতিকেজিতে ৮ টাকা। আরও আছে ট্রাকভাড়া, লেবার খরচ ১০ টাক। সবমিলিয়ে প্রতিকেজি আলু আমদানিতে খরচ পড়ছে ৩৬ থেকে ৩৭ টাকা। আর বিক্রি করছি মানভেদে ৩৭ থেকে ৩৮ টাকা। এই কারণে পড়তে হচ্ছে লোকসানের মুখে।’ 

হারুন আরও বলেন, ‘চলতি বছরের ৩ ফেব্রুয়ারি ভারত থেকে আলু আমদানির অনুমতি পর  মাত্র ৪ দিন  আমদানি করেন ব্যবসায়ীরা। লোকাসানের কারণে বন্ধ রাখেন আমদানি। বাজার একটু বেশি হওয়ায় একমাস পর আবারও (৯ মার্চ থেকে )আলু আমদানি শুরু হয়। ক্রেতা না থাকায় ফের সেই অবস্থায় পড়তে হতে পারে আমাদের।’

হিলি উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রে উপ-সহকারী প্রকৌশলী মো. ইউসুফ আলী বলেন, ‘দেশে আলুর বাজার স্বাভাবিক রাখতে চলতি বছরের ১ ফেব্রুয়ারি ভারত থেকে আলু আমদানি অনমুতি দেয় বাণিজ্য মন্ত্রণালয়। হিলি বন্দরের ৩৫ জন আমদানিকারক ৩৫ হাজার মেট্রিক টন আমদানির অনুমতি পান।’ 

পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা মো. সোহরাব হোসেন মল্লিক ঢাকা বিজনেসকে বলেন, ‘ঈদের ছুটি শেষে গেলো ৩ দিনে মোট ৮৩ ভারতীয় ট্রাকে ২ হাজার ২৩৭ মেট্রিক টন আলু আমদানি হয়েছে। এরমধ্যে সোমবার (১৫ এপ্রিল) ২৭ ট্রাকে ৬৯৩ মেট্রিক টন, মঙ্গলবার ২৩ ট্রাকে ৫৯১ মেট্রিক টন ও বুধবার ৩৩ ট্রাকে ৮৩৫ মেট্রিক টন আমদানি হয়েছে। ভারত থেকে আলুবোঝায় ট্রাক বন্দরে প্রবেশের পর কাস্টমসের যাবতীয় প্রক্রিয়া শেষে দ্রুত বিভিন্ন মোকামে নিয়ে যাচ্ছেন ব্যবসায়ীরা।’

/ঢাকা বিজনেস/এনই/



আরো পড়ুন