২২ ডিসেম্বর ২০২৪, রবিবার



টানা ৬ দিন বন্ধের পর হিলিবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

দিনাজপুর প্রতিনিধি || ১৫ এপ্রিল, ২০২৪, ০৬:৩৪ এএম
টানা ৬ দিন বন্ধের পর হিলিবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু


পবিত্র ঈদুল ফিতর ও বাংলা নববর্ষ উপলক্ষে টানা ৬ দিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ফের আমদানি-রপ্তানি শুরু হয়েছে। সোমবার বেলা ১২টা থেকে ভারতীয় পণ্যবাহী ট্রাক বাংলাদেশের শুরু করে। হিলিবন্দর কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. জামিল হোসেন চলন্ত এই তথ্য নিশ্চিত করেন।

চলন্ত বলেন, ‘মুসলমানদের বড় উৎসব পবিত্র ঈদুল ফিতর ও বাংলা নববর্ষ উপলক্ষে গেলো মঙ্গলবার (৯ এপ্রিল) থেকে গতকাল রোববার (১৪ এপ্রিল) পর্যন্ত হিলি বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। সোমবার থেকে আবারও আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।’

এদিকে টানা ৬ দিন বন্ধের পর বন্দর চালু হওয়ায় শ্রমিকদের মাঝে ফিরে এসেছে কর্মচাঞ্চল্য। 

তবে, হিলি চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আশরাফুল আলম জানান, ‘ঈদুল ফিতর ও নববর্ষ উপলক্ষে টানা ৬ দিন হিলিবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও দু’দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।’



আরো পড়ুন