২২ ডিসেম্বর ২০২৪, রবিবার



রংপুরে চলতি বছরেই গ্যাস আসার কাজ সম্পন্ন হবে: বাণিজ্যমন্ত্রী

রংপুর সংবাদদাতা || ২৩ জানুয়ারী, ২০২৩, ১০:০১ পিএম
রংপুরে চলতি বছরেই গ্যাস আসার কাজ সম্পন্ন হবে: বাণিজ্যমন্ত্রী


বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‌‘রংপুর অঞ্চলে চলতি বছরের মধ্যেই গ্যাস আসার কাজ সম্পন্ন হবে। ইতোমধ্যেই রাজধানীর অনেক বড় বড় ব্যবসায়ী ও শিল্প কলকারখানার মালিকরা আমাদের সঙ্গে যোগাযোগ করছেন। তারা এই অঞ্চলে কলকারখানা করার জন্য এলাকা পরিদর্শনে আসছেন এবং পরিকল্পনা করছেন।’

সোমবার (২৩ জানুয়ারি) পীরগাছা উপজেলা হলরুমে দলের নেতাকর্মীদের নিয়ে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। 

পীরগাছা উপজেলা আওয়ামীলীগের সভাপতি তছলিম উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত সভায় উপজেলার ৮১টি ওয়ার্ডের সভাপতি ও সম্পাদক পদে ৫৬১ জন প্রার্থীর উদ্দেশ্যে মন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগের প্রাণ ভোমরা হচ্ছে এই তৃনমূলের নেতা-কর্মীরা। পদ না পেলেও দলের এবং দেশের জন্য স্বাধীনতার পক্ষে থেকে কাজ করতে হবে এটা আমাদের সবার দায়িত্ব। আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডের সব নেতাকর্মীকে সততার সঙ্গে দেশের উন্নয়নের চিত্র তুলে ধরে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

বাণিজ্যমন্ত্রী নিজ আসনের নেতা কর্মীদের উদ্দেশ্যে আরও বলেন, ‘বিএনপি-জামায়াত বরাবরই মিথ্যাচার করে যাচ্ছে। তাদের এই মিথ্যাচারের জবাব দেশের দৃশ্যমান উন্নয়নের চিত্র তুলে ধরে দিতে হবে। আজ আমাদের দেশ উন্নয়নে চক চক করছে। যোগাযোগ ব্যবস্থাসহ সব ক্ষেত্রে উন্নয়ন এখন দৃশ্যমান। এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী করতে হবে।’

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মাজেদ আলী বাবুল, পীরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলন, সাংগঠনিক সম্পাদক জাফর ইকবাল, মজনু মিয়াসহ ৯টি ইউনিয়নে নেতা ও ৮১ ওয়ার্ডের সভাপতি ও সম্পাদক প্রার্থীরা।

এর আগে বাণিজ্যমন্ত্রী পীরগাছা উপজেলার দেউতি কলেজ হলরুমে ব্যাবসায়ীদের সংগঠন ‘ঢাকা ইউনাইটেড বিজনেস ক্লাব’-এর দেওয়া শীতার্তদের মাঝে কম্বল বিতরণের উদ্বোধন করেন।

সুমন/এম



আরো পড়ুন