অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে তুহিন তৌহিদ এর পদ্য-ছড়ার বই 'মনু গাঙের ধারা'। বইটি প্রকাশ করেছে সৌম্য প্রকাশনী। স্টল নম্বর ৩৫৪। মূল্য রাখা হয়েছে ১৫০ টাকা।
বড় আকারের ২৪ পৃষ্ঠার বইটিতে পদ্য-ছড়া আছে সবমিলিয়ে ২২টি। প্রকৃতিসহ নানা বিষয় এগুলোর উপজীব্য। পাশাপাশি কয়েকটিতে আমাদের জাতীয় দিবসগুলোর ওপর আলোকপাত করা হয়েছে। এগুলো বিভিন্ন দিবস ও উৎসবে শিশুদের পাঠ উপযোগী।
সম্প্রতি বইমেলায় ‘মনু গাঙের ধারা’র মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়। এতে কবি শিহাব শাহরিয়ার, প্রাবন্ধিক জামিরুল ইসলাম শারীফ, শিশু সাহিত্যিক অদ্বৈত মারুত, প্রকাশক জেবুন্নেসা জেবু প্রমুখ উপস্থিত ছিলেন।
অদ্বৈত মারুত বলেন, ‘তুহিন তৌহিদ মূলত কবি। ছড়া সাহিত্যে তার নতুন পদচারণা। আমার কাছে মনে হয়েছে ‘মনু গাঙের ধারা’য় তিনি উৎরে গেছেন।
জেবুন্নেসা জেবু বলেন, 'তুহিন ভালো লেখেন। তাঁর পাণ্ডুলিপিটা পড়ে প্রকাশের সিদ্ধান্ত নিই। সব মিলিয়ে একটা অসাধারণ কাজ হয়েছে বলে মনে করি।'
কবি তুহিন তৌহিদের জন্ম ১৯৮২ সালের ১০ মে মৌলভীবাজার জেলার কুলাউড়ার দৌলতপুর গ্রামে। তাঁর কবিতা দেশের প্রধান প্রধান পত্রিকা ছাড়াও বিদেশ থেকে প্রকাশ হয়েছে। 'প্রজাপতিঘুড়ি', 'ওয়ানওয়ে রোড', 'অডিসিউস ও অন্যান্য কবিতা', 'আর কতো হে গিরগিটি', 'নেকড়টা ভেতরেই আছে', 'পাঁজরের হাড়গুচ্ছ' তাঁর উল্লেখযোগ্য কবিতার বই।
তুহিন তৌহিদ অনুবাদ ও গবেষণামূলক কাজও করেন। মোগল শাসনামলের কবি মীর্জা আব্দুল কাদের বেদিল ও শাহজাদী জেবুন্নেসার জীবন ও কবিতা নিয়ে তাঁর 'বেদিলের দিল' ও ' মাখফির অশ্রু' প্রকাশ করেছে প্রকৃতি প্রকাশন।