ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাজাহান শিকদার সম্পাদিত সম্মিলিত কবিতার বই-৪-এর মোড়ক উন্মোচন করা হয়েছে। বুধবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় বাংলা একাডেমি বইমেলার মোড়ক উন্মোচন মঞ্চে বইটির মোড়ক উন্মোচন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন অণুকাব্যকার ও ছড়াকার দন্ত্য স রওশন। কবি এম এম হুমায়ুন কবীর, শেরতাজ খান, আফসার উদ্দিন, আলামিন চৌধুরী স্বপন, কাজী মহিউদ্দিন, ভিনসেন্ট রিচমন্ড গোমেজসহ অনেকে।