২২ ডিসেম্বর ২০২৪, রবিবার



হিলি দিয়ে প্রথমবারের মতো কচু আমদানি

দিনাজপুর প্রতিনিধি || ১৯ ফেব্রুয়ারী, ২০২৪, ১২:৩২ পিএম
হিলি দিয়ে প্রথমবারের মতো কচু আমদানি


দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে প্রথমবারের মতো ভারত থেকে কচু আমদানি করা হয়েছে। সোমবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে ১১ মেট্রিক টন কচু নিয়ে একটি ভারতীয় ট্রাক হিলির জিরো পয়েন্ট দিয়ে বাংলাদেশে আসে। পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা মো. সোহরাব হোসেন মল্লিক প্রতাপ এই তথ্য নিশ্চিত করেন।

সোহরাব হোসেন বলেন, ‘সিঅ্যান্ডএফ এজেন্ট মেসার্স খন্দকার এন্টার প্রাইজের মাধ্যমে মেসার্স রকি ট্রেডার্স নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান ১১ মেট্রিক টন কচু আমদানি করেছে।’

সিঅ্যান্ডএফ এজেন্ট মেসার্স খন্দকার এন্টার প্রাইজের প্রতিনিধি মো. মাহাবুব হোসেন ঢাকা বিজনেসকে

বলেন, ‘হিলি বন্দর দিয়ে প্রথমবারের মতো আজ কচু আমদানি হলো। আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স রকি ট্রেডার্স এসব কচু আমদানি করেছে।’

মাহাবুব হোসেন আরও বলেন, ‘ট্রাক ভর্তি কচু এখন বন্দরে অবস্থান করছে। কাস্টমসের যাবতীয় প্রক্রিয়া শেষে ছাড় করা হবে।’

ঢাকা বিজনেস/বুলু/এনই 



আরো পড়ুন