১৩ জানুয়ারী ২০২৫, সোমবার



শিল্প-সাহিত্য
প্রিন্ট

মেলায় পাওয়া যাচ্ছে আশিস বিশ্বাসের ‘অনলাইন সাংবাদিকতা অনলাইন সংবাদমাধ্যম’

ঢাকা বিজনেস ডেস্ক || ১২ ফেব্রুয়ারী, ২০২৪, ০৮:৩২ এএম
মেলায় পাওয়া যাচ্ছে আশিস বিশ্বাসের ‘অনলাইন সাংবাদিকতা অনলাইন সংবাদমাধ্যম’


অমর একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে সাংবাদিক আশিস বিশ্বাসের বই ‘অনলাইন সাংবাদিকতা অনলাইন সংবাদমাধ্যম’। বইটির প্রকাশক নালন্দা। বইটি মেলায় পাওয়া যাচ্ছে নালন্দার   ১৭ প্যাভিলিয়নে। 

এ বইটির মাধ্যমে সাংবাদিকতার প্রাথমিক ধারণা ছাড়াও অনলাইন নিউজপোর্টালে সংবাদ লেখা ও নিজেকে অনলাইন সাংবাদিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে সহযোগিতা পাওয়া সম্ভব হবে বলে আশা ব্যক্ত করেছেন লেখক।

এছাড়া যারা নিজেকে ভবিষ্যতে একজন সাংবাদিক হিসেবে দেখতে চান, যারা সাংবাদিকতায় আসতে চান, যারা সাংবাদিকতায় পড়াশোনা করছেন, বইটি তাদের কাজে আসবে বলে আশা করেন তিনি। রেফারেন্স হিসেবেও বইটি কাজে আসবে।

বইটিতে মোট ১২টি অধ্যায়ের অনলাইন সাংবাদিকতা কী, অনলাইন সাংবাদিক হওয়ার যোগ্যতাসহ অনলাইন সংবাদমাধ্যমের জন্য প্রতিবেদন তৈরি, সংবাদের ইন্ট্রো তৈরি, হেডলাইন তৈরি, সাক্ষাৎকার তৈরিতে বিবেচ্য দিক, ফিচার লেখা, সামাজিক গণমাধ্যম এবং সাংবাদিকদের ব্লগে লেখা, সংবাদমাধ্যম সম্পর্কে বিভিন্ন আইনসহ সাংবাদিকতা সংশ্লিষ্ট আরো বিষয়সূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।  

বইটিতে কোনো ভুলত্রুটি চোখে পড়লে লেখকের দৃষ্টিগোচরে আনার আহ্বান জানিয়েছেন তিনি। প্রয়োজনে লেখকের ই-মেইলে (ashishbiswas71@gmail.com) যোগাযোগ করার সনির্বন্ধ অনুরোধ জানিয়েছেন লেখক।



আরো পড়ুন