কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ অভিযান চালিয়ে বিদেশি পিস্তলসহ এক রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করেছেন ১৪ এপিবিএন সদস্যরা। সোমবার (২২ জানুয়ারি) দুপুরে ১৪-এপিবিএন-এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. ইকবাল এই তথ্য জানান।
এর আগের দিন রোববার বিকেল সাড়ে তিনটার দিকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১৮ এর ব্লক –জি/৪৫ এবং ক্যাম্প-২০(এক্স), ব্লক-এস/৪-বি/১ এই অভিযান চালিয়ে মুজিবুর রহমান (২৩)কে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, ২ রাউন্ড পিস্তলের গুলি, ৫ রাউন্ড রাইফেলের গুলি এবং ১টি বাটন মোবাইলফোন সেট উদ্ধার করা হয়। তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়। মুজিবুর রহমান উখিয়ার ক্যাম্প-১৮-এর মো. রফিকের ছেলে।
উখিয়া থানার অফিসার ইনচার্জ মো. শামীম হোসেন বলেন, ‘আসামিকে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে জেল হাজতে পাঠানো হয়েছে।’
/ঢাকা বিজনেস/আনাম/