১২ জানুয়ারী ২০২৫, রবিবার



মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচলের সময় বাড়লো

ঢাকা বিজনেস ডেস্ক || ১৮ জানুয়ারী, ২০২৪, ০৯:৩১ এএম
মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচলের সময় বাড়লো


মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে। শনিবার (২০ জানুয়ারি) থেকে নতুন সময়সীমা কার্যকর হবে। উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিল অংশ পর্যন্ত সকাল ৭টা ১০ মিনিট থেকে রাত ৮টা ৪০ মিনিট নাগাদ মেট্রোরেল চলাচল করবে। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) ইস্কাটনে নিজ কার্যালয়ে এই ঘোষণা দেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক।

এম এ এন ছিদ্দিক বলেন, ‘আমাদের পরিকল্পনা ছিল মার্চের মধ্যে আগারগাঁও অংশের সঙ্গে মতিঝিল অংশের সমন্বয় করে সময় বাড়ানো। কিন্তু আমরা সম্প্রতি যাত্রীদের সঙ্গে কথা বলে জেনেছি তাদের দাবি কী। তাদের সেই চাওয়া অনুযায়ী আগামী শনিবার ২০ জানুয়ারি থেকে মেট্রোরেলের সময় বাড়ানো হচ্ছে।’

বর্তমানে সকাল সাড়ে ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উত্তরা-মতিঝিল-উত্তরা রুটে মেট্রোরেল চলাচল করছে। আর উত্তরা-আগারগাঁও-উত্তরা রুটে চলাচল করছে সকাল সাড়ে ৮টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত।

২০২২ সালের ২৮ ডিসেম্বর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরবর্তী সময়ে গত ৪ নভেম্বর আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধন করেন তিনি।



আরো পড়ুন