১২ মার্চ ২০২৫, বুধবার



রংপুরকে হারিয়ে টানা ৪ জয়ে উড়ছে বরিশাল

ক্রীড়া ডেস্ক || ১৯ জানুয়ারী, ২০২৩, ১১:০১ পিএম
রংপুরকে হারিয়ে টানা ৪ জয়ে উড়ছে বরিশাল


চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ (১৯ জানুয়ারি) রাতে রংপুর রাইডার্সকে ৬৭ রানে হারিয়েছে ফরচুন বরিশাল। চলতি বিপিএলে প্রথম ম্যাচে মাশরাফীর সিলেট স্ট্রাইকার্সের কাছে হার দিয়ে ফরচুন বরিশালের বিপিএল শুরু হলেও তারপর টানা ৪ ম্যাচে জয় তুলে নিয়ে যেন উড়ছে সাকিবের দলটি।

ম্যাচে প্রথমে ব্যাটিংয়ে নেমে শুরুতে চার উইকেট হারালেও অধিনায়ক সাকিব আর পাকিস্তানি রিক্রুট ইফতেখারের ঝড়ো ব্যাটিংয়ে ২৩৮ রানের বিশাল সংগ্রহ পায় বরিশাল। জবাবে রান তাড়া করতে নেমে ৭৮ রানেই যে ৬ উইকেট হারিয়ে লজ্জার পরাজয়ের দিকে এগিয়ে গেছিল রংপুর। তবে আট নম্বরে নেমে শামীম পাটোয়ারীর কামিও ইনিংসের পরও ৯ উইকেটে ১৭১ রানে থামে শোয়েব মালিকের দল। 

রংপুরের কেউ ফিফটিও করতে পারেননি। আট নম্বরে নেমে শামীম পাটোয়ারী ২৪ বলে ৩ চার আর ৪ ছক্কায় খেলেন অপরাজিত ৪৪ রানের ইনিংস। এছাড়া নাইম শেখ ১৮ বলে ৩১ আর মোহাম্মদ নওয়াজ ২৪ বলে করেন ৩৩ রান।

তবে, সাকিব আল হাসান আর ইফতিখার আহমেদ মিলে রীতিমত টর্নেডো তোলেন চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। দুজন মিলে গড়েন ১৯২ রানের অবিশ্বাস্য এক জুটি। ইফতিখার সেঞ্চুরি করলেন মাত্র ৪৫ বলে। সাকিবও ৪৩ বলে ৮৯ রানের এক দানবীয় ইনিংস খেলে অপরাজিত থাকেন।

ঢাকা বিজনেস/এইচ



আরো পড়ুন