২৩ ডিসেম্বর ২০২৪, সোমবার



হিলিবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

হিলি (দিনাজপুর) প্রতিনিধি || ০৭ জানুয়ারী, ২০২৪, ০৬:৩১ এএম
হিলিবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ


আজ সারাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাধারণ ছুটি থাকায় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বন্ধ রয়েছে আমদানি-রপ্তানি কার্যক্রম। হিলি স্থলবন্দর কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. জামিল হোসেন চলন্ত  এই তথ্য নিশ্চিত করেছেন।

জামিল হোসেন বলেন, ‘আজ বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তাই সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।  এ কারণে হিলিবন্দর দিয়ে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে।’

জামিল হোসেন আরও বলেন, ‘আগামীকাল (সোমবার) থেকে পুনরায় বন্দরের কার্যক্রম চালু হবে।’ 

তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল আলম ঢাকা বিজনেসকে বলেন, ‘আজ দ্বাদশ সংসদ নির্বাচনের সাধারণ ছুটি। হিলি বন্দরের আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও দু’দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক আছে।’

ঢাকা বিজনেস/বুলু/ 



আরো পড়ুন