০৫ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার



আইএসও সনদ পেলো রাকাব

রাজশাহী সংবাদদাতা || ১৯ জানুয়ারী, ২০২৩, ১০:০১ পিএম
আইএসও সনদ পেলো রাকাব


আইএসও ২৭০০১: ২০১৩ সনদ পেলো রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বিকালে পরামর্শক প্রতিষ্ঠান ইআইসির প্রধান নির্বাহী কর্মকর্তা মসিউল ইসলাম রাকাব ব্যবস্থাপনা পরিচালক মো. জাহিদুল হকের হাতে এই সনদ তুলে দেন। এর আগে গত ১১ জানুয়ারি এই বিরল কৃতিত্ব অর্জন করেছে রাকাব। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে এই অর্জন কেবল রাকাবেরই।

ব্যাংকের প্রধান কার্যালয়ের হলরুমে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. রইছউল আলম মন্ডল। এসময় উপস্থিত ছিলেন- ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুর রহমান, পরিচালন মহাবিভাগের মহাব্যবস্থাপক মাকসুদা নাসরীন, প্রশাসন মহাবিভাগের মহাব্যবস্থাপক শওকত শহীদুল ইসলাম, রাজশাহী বিভাগের মহাব্যবস্থাপক  আতিকুল ইসলাম এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো. আবুল কালাম।

অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. জাহিদুল হক বলেন, ‘কৃষি নির্ভর উত্তরাঞ্চলের মানুষের উন্নয়নের জন্য রাকাব প্রতিষ্ঠিত। চতুর্থ শিল্প বিপ্লব আসছে। সেটির সাথে মানিয়ে চলতে প্রত্যেক প্রতিষ্ঠানকে প্রস্তুতি নিতে হবে। রাকাবও সেই প্রস্তুতি নিয়েছে। এ ক্ষেত্রে আমরা এতটুকুও পিছিয়ে নেই। আইএসও সনদ অর্জন তার-ই স্বীকৃতি।’

রাকাব সূত্র জানিয়েছে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি গতি এনেছে রাকাবে। ইন্টারনেট ব্যাংকিং এর আওতায় এসেছে ব্যাংকের সকল শাখা। এতে ঘরে বসেই মুহূর্তের মধ্যে ব্যাংকিং লেনদেনসহ নানাবিধ সেবা পাচ্ছেন গ্রাহক। একইসাথে ব্যাংক বিভিন্ন নন-ফান্ডেড আয় বৃদ্ধির মাধ্যমে ক্রমান্বয়ে আগের লোকসান কাটিয়ে মুনাফা অর্জনে সক্ষম হচ্ছে।

গত ২০২০-২০২১ অর্থবছরে ৩ কোটি ১০ লাখ টাকা পরিচালন লোকসান ছিল রাকাবের। কিন্তু অনলাইন কার্যক্রমের প্রসার ঘটনায় ডিসেম্বর ২০২১ এ ৩ কোটি ৬৫ লাভ টাকা পরিচলন মুনাফা করেছে রাকাব।

এরপর ২০২১-২০২২ অর্থ বছরে ৪৪ কোটি ৮০ লাখ টাকা এবং সর্বশেষ ২০২২-২০২৩ অর্থবছরের প্রথম ৬ মাসেই ২২ কোটি ৯৫ লাখ টাকা পরিচালন মুনাফা অর্জনে সক্ষম হয়েছে। ২০২২-২০২৩ অর্থবছর শেষে ব্যাংকের মুনাফা ১০০ কোটি টাকা ছাড়িয়ে যাবার আশা ব্যাংক কর্তৃপক্ষের।

ফেরদৌস/এইচ 



আরো পড়ুন