২২ ডিসেম্বর ২০২৪, রবিবার



বাগেরহাটে ৪ আগ্নেয়াস্ত্র ও ১৩টি ককটেল উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি || ৩১ ডিসেম্বর, ২০২৩, ০৮:৪২ এএম
বাগেরহাটে ৪ আগ্নেয়াস্ত্র ও ১৩টি ককটেল উদ্ধার


বাগেরহাটের ফকিরহাট উপজেলার টাউন-নওয়াপাড়া পানবাজার এলাকা থেকে ১৩টি ককটেল, ১টি বিদেশি পিস্তল, ৩টি ওয়ান শ্যুটার গান, ৫টি পিস্তলের গুলি ও ১টি পিস্তলের কভার উদ্ধার করা হয়েছে। রোববার (৩১ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে  খুলনা  র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৬)।  র‌্যাব-৬-এর পরিচালক লেফট্যালেন্ট কর্নেল ফিরোজ কবীর এক প্রেস বিজ্ঞপ্তিতে  এই তথ্য জানান।

ফিরোজ কবীর জানান, শনিবার দিবাগত রাত ২টার দিকে ফকিরহাট উপজেলার টাউন-নওয়াপাড়া পানবাজার এলাকায় র‌্যাব-৬ এর একটি অভিযানিক দল অভিযান পরিচালনা করেন। এ সময় পরিত্যাক্ত অবস্থায় ১৩টি ককটেল, ১টি বিদেশি পিস্তল, ৩টি ওয়ান শ্যুটার গান, ৫টি পিস্তলের গুলি ও ১টি পিস্তলের কভার উদ্ধার করেন তারা। র‌্যাবের উপস্থিততি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। তাদের গ্রেপ্তারে বিশেষ অভিযান চলছে।

রোববার সাড়ে ১১টার দিকে বোমা ডিসপোজাল দল বাগেরহাটের টাউন-নওয়াপাড়া  এলাকার একটি মাঠে উদ্ধার হওয়া ককটেলগুলো ডিসপোজাল করে। 

ঢাকা বিজনেস/বাপ্পা/এনই 




আরো পড়ুন