কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় লেগুনা ও বাসের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ৮জন। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকালে চকরিয়ার হারবাং ইউনিয়নের উত্তর হারবাংয়ের কলাবাগান এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। চকরিয়ার চিরিঙ্গা হাইওয়ে থানার ইনচার্জ এসআই খোকন কান্তি রোদ্র এই তথ্য নিশ্চিত করেন।
নিহতরা হলেন- চকরিয়া হারবাং উত্তর করমহরীপাড়ার মোস্তাক আহমদের ছেলে রিদুয়ান, একই ইউনিয়নের সামাজিকপাড়ার রশিদ আহমেদ ছেলে আবু বক্কর, বাদশা মিয়ার ছেলে জয়নাল আবেদীন, বত্তাতলীর মোজাফফর আহমদের ছেলে মহিউদ্দিন।
এসআই খোকন রোদ্র জানান, কক্সবাজারে আনন্দ ভ্রমণে যাওয়া একটি ও চট্টগ্রামমুখী লেগুনা হারবাং কলাতলী এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে লেগুনাটি দুমড়ে-মুচড়ে গিয়ে চার যাত্রী নিহত হয়। আহত হয়েছেন প্রায় আটজন। দুর্ঘটনায় যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার ও গাড়ি দুটি জব্দ করেছে।
তিনি আরও জানান, মরদেহগুলো আইনি প্রক্রিয়া শেষে পরিবারে হস্তান্তর ও গাড়ি দুটি হাইওয়ে থানার হেফাজতে নেওয়া হচ্ছে।
ঢাকা বিজনেস/এমএ/