২৩ ডিসেম্বর ২০২৪, সোমবার



এশিয়া কাপ ফাইনাল: টস হেরে ব্যাট করছে বাংলাদেশ

ঢাকা বিজনেস ডেস্ক || ১৭ ডিসেম্বর, ২০২৩, ০৬:৪২ এএম
এশিয়া কাপ ফাইনাল: টস হেরে ব্যাট করছে বাংলাদেশ


অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছে বাংলাদেশ। কিন্তু জেতা হয়নি এশিয়া কাপ। এবার সেই অধরা শিরোপার খোঁজে জুনিয়র টাইগাররা।  রবিবার (১৭ ডিসেম্বর) দুবাইয়ে অনুষ্ঠিত হচ্ছে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ফাইনাল। শিরোপা লড়াইয়ের দিনে টসে হেরে ব্যাট করছে বাংলাদেশ দল। এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫ ওভারে এক উইকেটে ১৪ রান। 

উদ্বোধনী ব্যাটসম্যান শিবলী ৬ রানে (১৫ বল) অপরাজিত আছেন। উইকেটে এসেছেন নতুন ব্যাটার রিজওয়ান। পঞ্চম ওভারের শেষ বলে আউট হয়েছেন জিসান, রান করেছেন ৭ (১৫ বলে)। 

এর আগে সকালে টস জেতেন আরব আমিরাতের অধিনায়ক আয়ান আফজাল খান। বাংলাদেশের অধিনায়ক রাব্বিকে তিনি ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান।  

বাংলাদেশ একাদশে আছেন আশিকুর রহমান শিবলী, জিসান আলম, মোহাম্মদ রিজওয়ান, আরিফুল ইসলাম, আহরার আমিন, শিহাব জেমস, মাহফুজুর রহমান রাব্বি (অধিনায়ক), পারভেজ জীবন, রোহানাত দৌলা বর্ষন, ইকবাল হোসেন ইমন ও মারুফ মৃধা। 

খেলা দেখা যাচ্ছে এশিয়ানর ক্রিকেট কাউন্সিল এসিসি’র ইউটিউব চ্যানেলে। 

/ঢাকা বিজনেস/




আরো পড়ুন