২৩ ডিসেম্বর ২০২৪, সোমবার



বৃষ্টি বিঘ্নিত ম্যাচে চ্যালেঞ্জিং টার্গেট দিলো নিউজিল্যান্ড

ক্রীড়া ডেস্ক || ১৭ ডিসেম্বর, ২০২৩, ০৪:৪২ এএম
বৃষ্টি বিঘ্নিত ম্যাচে চ্যালেঞ্জিং টার্গেট দিলো নিউজিল্যান্ড


নিউজিল্যান্ডের মাটিতে প্রথম ওয়ানডে জয়ের সন্ধানে নেমেছে বাংলাদেশ। টসও ভাগ্য সহায়ক ছিল বাংলাদেশের। কিন্তু ম্যাচ শুরুর আগেই এক পশলা বৃষ্টি এসে বাগড়া দিয়েছে। এরপর আরও দুই দফা বৃষ্টিতে ম্যাচ গড়ায় ৩০ ওভারে। রোববার (১৭ ডিসেম্বর) ডুনেডিনে আগে ব্যাট করে ইউনিভার্সিটি ওভালের ছোট বাউন্ডারির সুবিধা কাজে লাগিয়ে লাগিয়ে ইয়ং-লাথামে ভর করে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে বাংলাদেশকে  চ্যালেঞ্জিং টার্গেট দিলো নিউজিল্যান্ড। নির্ধারিত ৩০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৩৯ রান সংগ্রহ করেছে কিউইরা। 

বৃষ্টির মতো চার-ছয়ের ফুলঝুরি ছুটিয়েছেন কিউইরা। দারুণ ব্যাটিং করে সেঞ্চুরির কাছাকাছি গিয়েও আক্ষেপ নিয়ে ফিরেছেন কিউই অধিনায়ক টম লাথাম।নিউজিল্যান্ডের মাটিতে প্রথম ওয়ানডে জয়ের সন্ধানে নেমেছে বাংলাদেশ। টসও পক্ষ দিয়েছে বাংলাদেশের। কিন্তু ম্যাচ শুরুর আগেই এক পশলা বৃষ্টি এসে বাগড়া দিয়েছে। তাতে ম্যাচের কমে ৪ ওভার। এরপর আরও দুই দফা বৃষ্টিতে ম্যাচ নেমে এসেছে ৩০ ওভারে। শরিফুল ইসলাম বল হাতে শুরুটা ভালো করলেও বাকি সময়টা বৃষ্টির পাশাপাশি রাজত্ব করেছে টম লাথাম আর উইল ইয়ং। বাংলাদেশের হতাশা শুধু বেড়েছেই।



আরো পড়ুন