মহান বিজয় দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে বিজিবি-বিএসএফের জয়েন্ট রিট্রিট সেরিমনি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় বিজিবির ৬০ ব্যাটালিয়নের উদ্যোগে এ সিরিমনি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে সীমান্তের শূণ্যরেখায় বিউগল বাজিয়ে প্যারেডের মাধ্যমে দুইদেশের জাতীয় পতাকা নামানো হয়। পরে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে ফুল ও মিষ্টি উপহার দেওয়া হয়।
অনুষ্ঠানে বিজিবির কুমিল্লা সেক্টরের কমান্ডার কর্ণেল মো. শরীফুল ইসলাম মেরাজ ও ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশিক হাসান উল্লাহ ও বিএসএফের ৪২ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট কে. সিং. নেগীসহ দুই বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল মো. শরীফুল ইসলাম মেরাজ সাংবাদিকদের বলেন, ‘আমরা দুই বাহিনী নিজেদের মধ্যে সমঝোতার মাধ্যমে একই ধরনের প্যারেড নির্ধারণ করেছি। রিট্রিট সিরিমনি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যখনই সীমান্তে কোনো সমস্যা হয়- আমরা দুই বাহিনী একসাথে সেটা সমাধান করার চেষ্টা করি।
বিএসএফের কমান্ড্যান্ট কে. সিং. নেগী বলেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় বিএসএফ মুক্তিবাহিনীর মতো কাজ করেছিল। বিজিবি ও বিএসএফের সম্পর্ক অনেক মধুর। এই সম্পর্ককে আগামীতে আমরা আরও মজবুত করব।