২৫ ডিসেম্বর ২০২৪, বুধবার



থারাঙ্গা-মেন্ডিসকে নিয়ে শ্রীলঙ্কার নতুন নির্বাচক কমিটি

ক্রীড়া ডেস্ক || ১৩ ডিসেম্বর, ২০২৩, ১১:৪২ এএম
থারাঙ্গা-মেন্ডিসকে নিয়ে শ্রীলঙ্কার নতুন নির্বাচক কমিটি


নতুন নির্বাচক কমিটি ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। কমিটিতে রয়েছেন লঙ্কান সাবেক ক্রিকেটার উপুল থারাঙ্গা ও অজন্তা মেন্ডিস। এছাড়াও রয়েছেন ইন্ডিকা ডি সরম, থারাঙ্গা পরানাভিতানা ও দিলরুয়ান পেরেরা।

বিশ্বকাপে ভরাডুবির কারণ দেখিয়ে গোটা ক্রিকেট বোর্ডকেই বরখাস্ত করেছিলেন শ্রীলঙ্কার সাবেক ক্রীড়ামন্ত্রী রোশান রানাসিংহে। এরপরে নিষেধাজ্ঞা দেয় আইসিসি। তবে মঙ্গলবার (১২ ডিসেম্বর) নতুন ক্রীড়ামন্ত্রী শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে বরখাস্ত করার সিদ্ধান্ত তুলে নেওয়ার পরের দিনই নতুন কমিটি ঘোষণা করা হয়।

সরকারি হস্তক্ষেপে আপাতত আইসিসির নিষেধাজ্ঞায় আছে এসএলসি। আর নতুন কমিটি নিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন দেশটির যুব ও ক্রীড়ামন্ত্রী হারিন ফার্নান্ডো।

নতুন কমিটির চেয়ারম্যান রাখা হয়েছে উপুল থারাঙ্গাকে। থারাঙ্গার বাইরে নতুন কমিটির মধ্যে সবচেয়ে আলোচিত নাম অজন্তা মেন্ডিস। শ্রীলঙ্কার দলে যখন তিনি খেলতেন, তখন তাকে 'রহস্য স্পিনার' হিসেবেই চিনতেন সকলে।

এছাড়াও কমিটিতে বাকিরাও সাবেক ক্রিকেটার। কমিটিতে থাকা ডি পেরেরা শ্রীলঙ্কার হয়ে ৪৩ টেস্টের সঙ্গে খেলেছেন ১৩টি ওয়ানডে। রয়েছেন সাবেক ব্যাটসম্যান পরানাভিতানা। লঙ্কানদের হয়ে তিনি খেলেছেন ৩২টি টেস্ট।

নতুন কমিটির প্রথম অ্যাসাইনমেন্ট আগামী মাসে অনুষ্ঠিত জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের জন্য দল নির্বাচন। জানুয়ারি মাসে শ্রীলঙ্কা সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে জিম্বাবুয়ে।  

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন