২২ নভেম্বর ২০২৪, শুক্রবার



মিরপুরে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক || ০৬ ডিসেম্বর, ২০২৩, ০৩:৪২ এএম
মিরপুরে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ


সিলেটের পর মিরপুরে দ্বিতীয় ও শেষ টেস্টে মাঠে নামছে বাংলাদেশ। দুই ম্যাচের এ সিরিজে ১-০ তে এগিয়ে আছে বাংলাদেশ। এবার লক্ষ্য সিরিজ জয়ের। 

বুধবার (৫ ডিসেম্বর) সকাল ৯টায় মিরপুরে টসের জন্য মাঠে নামেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও নিউজিল্যান্ডের অধিনায়ক টিম সাউদি। যেখানে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

ম্যাচটিতে বাংলাদেশ দলে কোনো পরিবর্তন আনা হয়নি। তবে নিউজিল্যান্ডের একাদশে রয়েছে একটি পরিবর্তন। ইশ সোধির পরিবর্তে মিচেল স্যান্টনারকে নেয়া হয়েছে। এদিকে, অনুশীলনের সময়ে ডান হাতের আঙুলে চোট পেয়েছিলেন স্পিনার নাঈম হাসান। তার মাঠে নামা নিয়ে সংশয় থাকলেও শেষ পর্যন্ত তা কেটে গেছে। গুরুতর চোট না থাকায় মিরপুর টেস্টেও খেলবেন নাঈম।

বাংলাদেশ একাদশ: মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, শাহাদাৎ হোসেন দীপু, মেহেদি হাসান মিরাজ, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), নাঈম হাসান, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম।

নিউজিল্যান্ড একাদশ: টিম সাউদি (অধিনায়ক), ডেভন কনওয়ে, টম ল্যাথাম, কেইন উইলিয়ামসন, হেনরি নিকোলস, ড্যারিল মিচেল, টম ব্লান্ডেল (উইকেটকিপার), গ্লেন ফিলিপস, কাইল জেমিসন, মিচেল স্যান্টনার, এজাজ প্যাটেল। 

ঢাকা  ‍বিজনেস/এমএ/



আরো পড়ুন