চুয়াডাঙ্গার সীমান্তবর্তী এলাকা থেকে পাচারকালে ৯৬টি স্বর্ণের বারসহ নাজমুল ইসলাম (৩১) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।মঙ্গলবার (২৮ নভেম্বর) বিকাল সাড়ে ৪ টায় জেলার দর্শনা সুলতানপুর সীমান্ত থেকে তাকে আটক করা হয়েছে। চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।
সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় দর্শনা সুলতানপুর সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণেরবার চোরাচালান হবে। খবর পেয়ে সুলতানপুর বিওপি’র টহল কমান্ডার হাবিলদার আব্দুল হাকিম সঙ্গীয় ফোর্স নিয়ে সীমান্ত পিলার ৭৭/২-এস থেকে আনুমানিক দুই কিলোমিটার বাংলাদেশের ভিতরে রুদ্রনগর পাঁকা রাস্তার পাশে অবস্থান করেন। সকাল ১০ টার দিকে একজন অজ্ঞাত ব্যক্তি মোটর সাইকেলযোগে ঐএলাকা দিয়ে দর্শনা থেকে কার্পাসডাঙ্গার দিকে যেতে দেখলে বিজিবি সশস্ত্র টহল মোটরসাইকেলটির গতিরোধ করলে চালক মোটরসাইকেলটি ফেলে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় বিজিবি সশস্ত্র টহল দল তাকে আটক করেন।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের এই অধিনায়ক আরও বলেন, স্কচটেপ দিয়ে মোড়ানো ৭টি প্যাকেট থেকে ১৬ কেজি ১৪ গ্রাম ওজনের ছোট বড় ৯৬ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এছাড়া তার ব্যবহৃত ১ টি মোটর সাইকেল ও কাছে থাকা ১ টি মোবাইলফোন জব্দ করা হয়েছে। জব্দকৃত এসব স্বর্ণের বারের আনুমানিক বাজার মূল্য প্রায় সাড়ে ১৬ কোটি টাকা।