ইসরাইল ও হামাসের মধ্যকার বন্দী বিনিময় চুক্তির দ্বিতীয় দফায় ৩৯ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে ইসরাইলের কারা কর্তৃপক্ষ। এরআগে গাজা উপত্যকা থেকে ১৩ ইসরাইলি জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। রোববার (২৬ নভেম্বর) ইসরায়েলের কারা কর্তৃপক্ষের বরাত দিয়ে ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
দ্বিতীয় দিনে জিম্মিদের মুক্তিতে নতুন শর্ত বেধে দেয় হামাস। গাজায় ত্রাণবাহী ট্রাক প্রবেশ করতে না দিলে জিম্মিদের মুক্তি দেওয়া হবে না বলে জানানো হয়। শেষ পর্যন্ত মিশর ও কাতারের মধ্যস্থতার সমস্যার সমাধান হলে জিম্মিদের মুক্তি প্রক্রিয়া শুরু হয়। শনিবার মুক্তি পাওয়া ১৩ জন জিম্মিদের মধ্যে নয় বছর বয়সী আইরিশ-ইসরায়েলি নাগরিক এমিলি হ্যান্ডও ছিল।
কাতারের মধ্যস্থতার শুক্রবার যুদ্ধবিরতির প্রথম দিনে ২৪ জনকে মুক্তি দেয় হামাস। এর মধ্যে ১৩ জন ছিল ইসরায়েলি, ১০ জন ছিল থাইল্যান্ডের ও একজন ছিল ফিলিপাইনের। অন্যদিকে ওই দিন ইসরায়েলের কারাগারে থাকা ৩৯ জন ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হয়।
চারদিনের যুদ্ধি বিরতির আজ তৃতীয় দিন। গত ৭ অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে ভয়াবহ হামলা চালিয়ে ১ হাজার ২০০ ইসরায়েলিকে হত্যাসহ ২৪০ জনকে জিম্মি করে হামাস।
এরপর থেকেই পাল্টা প্রতিশোধ নিতে গাজায় হামলা শুরু করে ইসরায়েল। প্রায় দুই মাসব্যাপী ইসরায়েলি হামলায় ১৫ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে। চারদিনের যুদ্ধ বিরতি শেষ হলে আবারও গাজায় হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে তেল আবিব।
ঢাকা বিজনেস/এমএ/