২২ ডিসেম্বর ২০২৪, রবিবার



ভারতকে হতাশায় ডুবিয়ে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

ক্রীড়া ডেস্ক || ১৯ নভেম্বর, ২০২৩, ০৩:৪১ পিএম
ভারতকে হতাশায় ডুবিয়ে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া


বিশ্বকাপ ফাইনালে ব্যাটিং নৈপুণ্যতায় ভারতকে কাঁদিয়ে হেক্সা মিশন সম্পন্ন করলো ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। শুরু থেকে আধিপত্য ধরে রেখেছিল অজিরা। তবে লক্ষ্য তাড়ায় ভারতীয় বোলিং তোপে শুরুতে চাপে পড়লেও পরে ঘুরে দাঁড়ায় অস্ট্রেলিয়া। ফলে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ৬ উইকেট হাতে রেখে জয় পেলো অস্ট্রেলিয়া।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে ২৪০ রানে অল আউট হয়েছে ভারত। ভারতের দেয়া ২৪১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৭ ওভার হাতে রেখে ৬ উইকেটে জিতেছে অট্রেলিয়া।    

ভারতের দেয়া মাঝারি লক্ষ্যটাই পাওয়ারপ্লের পর পাহাড়সম হয়ে ওঠে অস্ট্রেলিয়ার জন্য। ৭ ওভারের মধ্যেই অজিদের তিন ব্যাটারকে সাজঘরে ফিরিয়েছিলেন জাসপ্রীত বুমরাহ এবং মোহাম্মদ শামি। সেখান থেকে অজিদের ম্যাচ জেতানোর নায়ক ট্রাভিস হেড।  

রান তাড়া করতে নেমে প্রথম ওভারেই ১৫ রান করে অস্ট্রেলিয়া। তবে দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসে প্রথম বলেই ডেভিড ওয়ার্নারকে ফেরান মোহাম্মদ শামি। ৩ বল খেলে ৭ রান করেন ওয়ার্নার।

ওয়ার্নারের বিদায়ের পর ক্রিজে এসে ঝড় তুলেছিলেন মিচেল মার্শ। তবে সে ঝড় বেশিক্ষণ স্থায়ী হয়নি। বুমরাহর পঞ্চম ওভারের তৃতীয় বলটি মার্শের ব্যাটে আলতো চুমু খেয়ে উইকেট কিপারের হাতে জমা পড়ে। ১৫ বলে ১টি করে চার ও ছয়ে ১৫ রান করে ফেরেন মার্শ। সপ্তম ওভারের শেষ বলে স্টিভেন স্মিথকেও ফেরান বুমরাহ। ৯ বলে ৪ রান করে ফেরেন স্মিথ।

তৃতীয় উইকেটে অবিশ্বাস্য এক জুটি গড়েন হেড এবং লাবুশেন। বিপদের মুখে দুজনে মিলে গড়েন ১৯২ রানের জুটি। আর তাতে কোনো শঙ্কা ছাড়াই রান তাড়া করে ফেলে অজিরা। অস্ট্রেলিয়ার যখন ২ রান দরকার, তখন আউট হন হেড। মাঠে নেমে প্রথম বলেই উইনিং শট খেলেন গ্লেন ম্যাক্সওয়েল। এতে স্বপ্ন ভঙ্গ হলো ভারতের। 



আরো পড়ুন