২৬ জুন ২০২৪, বুধবার



ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের রেল যোগাযোগ বন্ধ

ঢাকা বিজনেস ডেস্ক || ১৯ নভেম্বর, ২০২৩, ১১:১১ এএম
ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের রেল যোগাযোগ বন্ধ


ব্রাহ্মণবাড়িয়ায় কন্টেইনারবাহী একটি ট্রেন লাইনচ্যুতির এ ঘটনা ঘটেছে । ফলে ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেট রুটের রেল যোগাযোগ আপাতত বন্ধ রয়েছে। তবে ডাউন লাইন ব্যাবহার করে আপ লাইন ও ডাউন লাইনের ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে।

রোববার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন আউটার এলাকায় লাইনচ্যুতির এ ঘটনা ঘটে। স্টেশন মাস্টার মো. জসীম উদ্দিন এই তথ্য নিশ্চিতি করেন।

মো. জসীম উদ্দিন বলেন, ‘চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা ৬০৭ নম্বর কন্টেইনার ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন অতিক্রম করে ঢাকার দিকে যাওয়ার পথে তিন নম্বর লাইনে পেছন দিকের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। লাইনচ্যুতির কারণে রেললাইনের পাত বাঁকা হয়ে ব্যাপক ক্ষতি হয়েছে।’

তিনি আরও বলেন, ‘দুর্ঘটনা কবলিত বগি উদ্ধারে রিলিফ ট্রেন আসার জন্য আখাউড়া রেলওয়ে জংশনে খবর দেয়া হয়েছে। আপ লাইনে ট্রেন চলাচল ব্যাহত হলেও ডাউন লাইন দিয়ে আপ লাইনের ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। আপ লাইনের ট্রেনগুলোকে পাঘাচং থেকে তাল শহর পর্যন্ত প্রায় ১৬ কিলোমিটার ডাউন লাইন ব্যাবহার করতে হচ্ছে।’

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন