২৩ ডিসেম্বর ২০২৪, সোমবার



তথ্যমন্ত্রী
প্রিন্ট

সাধারণ মানুষ কেন বিএনপির হিংস্রতার শিকার: তথ্যমন্ত্রী

ঢাকা বিজনেস ডেস্ক || ১৪ নভেম্বর, ২০২৩, ১১:৪১ এএম
সাধারণ মানুষ কেন বিএনপির হিংস্রতার শিকার: তথ্যমন্ত্রী


বিএনপির চলমান অবরোধ কর্মসূচির তীব্র সমালোচনা করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষ কেন বিএনপির অপরাজনীতি ও হিংস্রতার শিকার হলো,  বিএনপির কাছে আমার প্রশ্ন। গণমাধ্যমের প্রতি অনুরোধ, যাদের কর্ণকুহরে এসব কান্না-আর্তনাদ পৌঁছায় না, তাদের কাছে পৌঁছে দেবেন।’ 

মঙ্গলবার  (১৪ নভেম্বর) বিকালে রাজধানীর কামরুজ্জামান সরণীতে ‘শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে’ চিকিৎসাধীন  আহতদের চিকিৎসা-সেবা পরিদর্শন তিনি এসব কথা বলেন।

ড. হাছান বলেন, ‘বিএনপি-জামাতের অগ্নিসন্ত্রাসের শিকার যে মানুষগুলো এই হাসপাতালে কাতরাচ্ছে, তাদের খোঁজখবর নেওয়ার জন্য প্রধানমন্ত্রী আমাদের পাঠিয়েছেন। অগ্নিদগ্ধদের সমস্ত চিকিৎসা-ব্যয় সরকারের পক্ষ থেকে এই ইনস্টিটিউটের পরিচালক সামন্ত লাল সেন, যিনি এই ইউনিট প্রতিষ্ঠার সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, তার নেতৃত্বে হচ্ছে। আমরা দলের পক্ষ থেকেও তাদের সহায়তা করবো।’

তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি-জামাতের নির্মমতা নৃশংসতা, নিষ্ঠুরতা ও অগ্নিসন্ত্রাসের কারণে কিভাবে অসহায় খেটে খাওয়া মানুষগুলো আজকে বার্ন ইউনিটগুলোতে কাতরাচ্ছে, তা বর্ণনাতীত। ২০১৩, ১৪, ১৫ সালে তারা যেভাবে মানুষের ওপর হামলা চালিয়েছে, এখনো আবার মানুষ ও যানবাহনের ওপর পেট্রোলবোমা নিক্ষেপ করা শুরু করেছে।’

ড. হাছান বলেন, ‘বিএনপি-জামাতের এরা পাকিস্তানি বাহিনীর চেয়েও হিংস্র হয়ে গেছে। পাকিস্তানি বাহিনী গুলি করে মানুষ হত্যা করেছে। কিন্তু জীবন্ত মানুষকে আগুনে পুড়িয়ে মারে নাই। ডেমরাতে মধ্যরাতে বাসে পেট্রোলবোমা নিক্ষেপ করার পর একজন হেলপার বাসের মধ্যেই মারা গেছেন। আরেকজন এখানে  কোনোরকমে বেঁচে আছেন, তিনি এখনো শঙ্কামুক্ত নয়।’

/ঢাকা বিজনেস/



আরো পড়ুন