ক্যাটরিনা কাইফকে নিয়ে নিজের মনের ইচ্ছে প্রকাশ করেছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খান। ভারতের আলোচিত রিয়েলিটি শো বিগ বসের এক অনুষ্ঠানে অভিনেত্রী ও সঞ্চালক সিমি গারেওয়ালের এক প্রশ্নের উত্তরে এই কথা জানান তিনি।
দীর্ঘ ১৩ বছর ধরে বিগ বসের সঞ্চালক সালমান খান। সব সময় প্রশ্ন করার দায়িত্ব থাকে তার কাঁধে। তবে এবার 'বিগ বস সিজন-১৬'র মঞ্চে তাকে প্রশ্ন করেছেন টিভির জনপ্রিয় সঞ্চালক অভিনেত্রী সিমি গারেওয়াল। সালমানের প্রশংসায় পঞ্চমুখ সিমি জানতে চাইলেন, তিনি বিগ বসের ঘরে গৃহবন্দি হলে কোন ৩ বন্ধুকে সঙ্গে নিয়ে যাবেন?
সিমির প্রশ্নের উত্তরে সালমান বলেন,'বিগ বসের ঘরে আমি সঞ্জয় দত্ত, শাহরুখ খান ও ক্যাটরিনা কাইফের সঙ্গে থাকতে পারি।'
সালমানের ৩ পছন্দের নামের মধ্যে ক্যাটরিনার নাম শুনে সিমির পাল্টা কথা ‘আমি অবাক হলাম।’
২০০৫-এ ‘ম্যায়নে প্যায়ার কিঁউ কিয়া’ ছবিতে বলিউডে পা রাখেন ক্যাটরিনা। তারপর সাফল্য নয়, পরপর ব্যর্থতার খাতায় নাম লিখিয়েছেন। তা সত্ত্বেও কাজের অভাব হয়নি ক্যাটরিনার।
দীর্ঘদিন সালমানের সঙ্গে প্রেমের সম্পর্কেও ছিলেন অভিনেত্রী। সম্পর্কে বিভিন্ন টানাপড়েন এলেও ক্যাটের দিক থেকে বন্ধুত্বের হাত কখনো সরিয়ে নেননি সালমান।
প্রসঙ্গত, শিগগিরই মুক্তি পাচ্ছে সালমান খান ও ক্যাটরিনা কাইফের 'টাইগার-৩'।