সুনামগঞ্জে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে জেলার সীমান্তবর্তী সবকটি নদ-নদীর পানি বেড়েছে। জেলার যাদুকাটা, সুরমা, চলতি, চেলাসহ সব নদীতে ঢলের পানি প্রবাহিত হচ্ছে।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, সুরমা নদীর পানি বিপদ সীমার ১ সেন্টিমিটারের নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এ ছাড়াও, নদীগুলোর একাধিক স্থানে পানি বেড়ে লোকালয় প্লাবিত হচ্ছে। জেলার বিভিন্ন হাওরে পাহাড়ি ঢলের পানি প্রবেশ করেছে।
জানা যায়, ভারতের চেরাপুঞ্জিতে ২০০ মিলিমিটার বৃষ্টি পাত রেকর্ড করা হয়েছে। আরও দুই থেকে তিনদিন ভারী বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে।
এদিকে, জেলা প্রশাসন জানিয়েছে, পাহাড়ি ঢলের পানি বাড়ায় যে কোনো পরিস্থিতি মোকাবিলায় সব রকমের প্রস্তুতি নিয়ে রেখেছে তারা।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, ‘ভারতের মেঘালয়ে বৃষ্টিপাত হলেই আমাদের এখানে পানির চাপ পড়ে। তাই পাহাড়ি ঢলের পানি নদী দিয়ে হাওরে প্রবেশ করছে।’
জাহাঙ্গীর/এইচ