০৬ ফেব্রুয়ারী ২০২৫, বৃহস্পতিবার



বড় সংগ্রহের পথে নিউজিল্যান্ড

ক্রীড়া ডেস্ক || ০৪ নভেম্বর, ২০২৩, ০৬:৪১ এএম
বড় সংগ্রহের পথে নিউজিল্যান্ড


বিশ্বকাপের ‘ডু অর ডাই’ ম্যাচে  পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে নিউজিল্যান্ড। সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে হলে জয়ের বিকল্প নেই দুই দলের। এমন সমীকরণে ব্যাঙ্গালুরের এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমেছে নিউজিল্যান্ড। ওপেনিং করতে আসা ডেভন কনওয়ে ও রাচিন রবীন্দ্রর ব্যাটে দারুণ সূচনা পেয়েছে নিউজিল্যান্ড। দেখে শুনে খেলে গড়েন অর্ধশতক রানের ওপেনিং জুটি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত কিউদের সংগ্রহ ৩০ ওভার শেষে ১ উইকেটে ২১১ রান। ক্রিজে রাচিন রবীন্দ্র ৮০ বলে ৮৮  ও উইলিয়ামসন ৬১ বলে ৭১ রানে ব্যাট করছেন।

ব্যাঙ্গালুরের এম চিন্নাস্বামী স্টেডিয়ামে স্বাচ্ছন্দে পাওয়ার প্লে শেষ করার পর প্রথম উইকেট হারায় নিউজিল্যান্ড। হাসান আলীর বলে ভাঙে ৬৮ রানের ওপেনিং জুটি। ৩৯ বলে ৩৫ রান করে ফিরে যান ওপেনার ডেভন কনওয়ে।কনওয়ের আউটের পর ক্রিজে আসেন চার ম্যাচ পর দলে ফেরা কেন উইলিয়ামসন। 

এর পর পিছে ফিরে দেখতে হয়নি নিউজিল্যান্ডকে। রাচিন রবীন্দ্ররও উইলিয়ামসনের চার-ছয়ে নাজেহাল পাকিস্তানি বোলিং লাইন আপ। 

পাকিস্তানের একাদশ

ফখর জামান, আবদুল্লাহ শফিক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, সালমান আলী আগা, হাসান আলী, শাহীন আফ্রিদি, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও হারিস রউফ।

নিউজিল্যান্ডের একাদশ

ডেভন কনওয়ে, হেনরি নিকোলস, ড্যারিল মিচেল, টম লাথাম, কেন উইলিয়ামসন (অধিনায়ক), গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, লকি ফার্গুসন, ইস সোদি ম্যাট হেনরি ও ট্রেন্ট বোল্ট।

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন