২২ নভেম্বর ২০২৪, শুক্রবার



সাংবাদিক নির্যাতন-পুলিশ হত্যা আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরুন: প্রধানমন্ত্রী

ঢাকা বিজনেস ডেস্ক || ০২ নভেম্বর, ২০২৩, ০১:৪১ পিএম
সাংবাদিক নির্যাতন-পুলিশ হত্যা আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরুন: প্রধানমন্ত্রী


২৮ অক্টোবর বিএনপির সমাবেশে সাংবাদিক নির্যাতন ও পুলিশ হত্যার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন,  ‘এগুলো আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরে বিএনপির আসল চেহারা সামনে নিয়ে আসতে হবে। আমি সাংবাদিকদের বলবো, দায়িত্ব পালনকালে আপনাদের ওপর যারা আক্রমণ করেছে, তাদের আসল চরিত্র আন্তজাতিকভাবে আপনাদের তুলে ধরা উচিত।’ 

বৃহস্পতিবার (২ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) আয়োজিত প্রতিনিধি সম্মেলনে তিনি প্রধানমন্ত্রী এই আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, ‘সাংবাদিকদের মাটিতে ফেলে পেটানো আমার মনে হয় বাংলাদেশে এ ধরনের ন্যাক্কারজনক হামলার ঘটনা আর দেখা যায়নি। এর জবাব বিএনপিকে দিতে হবে।’ তিনি আরও বলেন, ‘কোনো কোনো পত্রিকা এটাকে আবার কভার দেওয়ারও চেষ্টা করেছে। তাদের ধিক্কার জানাই।’

শেখ হাসিনা বলেন, ‘‘জ্যাকেটে ‘প্রেস’  স্টিকার লাগিয়ে যুবদলকর্মীর সন্ত্রাস ও অগ্নিসংযোগে অংশ নেয়। প্রকাশ্যে যারা এ ধরনের অপকর্ম করেছে তারা ধরা পড়ে গেছে। সাংবাদিক নির্যাতন ও পুলিশ হত্যার শাস্তি  তাদের পেতেই হবে।’ প্রধানমন্ত্রী নির্যাতিত ও ঘটনায় ক্ষতিগ্রস্ত সাংবাদিকদের পাশে থাকার বিষয়েও আশ্বস্ত করেন।

এতে বিশেষ অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। সভাপতিত্ব করেন বিএফইউজে সভাপতি ওমর ফারুক।  সহ-সভাপতি মধুসুদন মন্ডল শোক প্রস্তাব পাঠ করেন। 

বিএফইউজে’র সাবেক সভাপতি ও মহাসচিবদের অনুষ্ঠানে সম্মাননা দেয়া হয়। প্রবীণ সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, মঞ্জুরুল আহসান বুলবুল, আব্দুল জলিল ভুঁইয়া, শাবান মাহমুদ এবং ওমর ফারুক প্রধানমন্ত্রীর কাছ থেকে সম্মাননা গ্রহণ করেন। সূত্র: বাসস 

/ঢাকা বিজনেস/



আরো পড়ুন