২২ ডিসেম্বর ২০২৪, রবিবার



টস হেরে ব্যাটিংয়ে ভারত

ক্রীড়া ডেস্ক || ০২ নভেম্বর, ২০২৩, ০৮:৪১ এএম
টস হেরে ব্যাটিংয়ে ভারত


বিশ্বকাপে নিজেদের সপ্তম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমেছে ভারত। আজ জিতলেই স্বাগতিক ভারতের সেমির টিকিট নিশ্চিত হবে। অন্যদিকে ভারতকে হারিয়ে সেমির আশা বাঁচিয়ে রাখতে মরিয়া শ্রীলঙ্কা। এমন সমীকরণে বৃহস্পতিবার টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কান অধিনায়ক কুলশ মেন্ডিস। মুম্বাইয়ে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে। 

জয়ী হয়েই সেমির টিকিট নিশ্চিত করতে চায় টানা ছয় ম্যাচে জয় পাওয়া ভারত। অপরদিকে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে এই ম্যাচে জিততেই হবে লঙ্কানদের। ৬ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের সাতে অবস্থান করছে শ্রীলঙ্কা।

শ্রীলঙ্কার দলে এক পরিবর্তন রয়েছে। ধনঞ্জয়া ডি সিলভার জায়গায় দলে জায়গা পেয়েছেন দুশান হেমান্থা। এদিকে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে ভারত।

শ্রীলঙ্কা একাদশ: পথুম নিসাঙ্কা, দিমুথ করুনারত্নে, কুসল মেন্ডিস (উইকেটরক্ষক/অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দুশান হেমান্থা, মহেশ থেকশানা, কাসুন রাজিথা, দুশমান্থা চামিরা, দিলশান মাদুশঙ্কা।

ভারত একাদশ : রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, জাসপ্রিত বুমরাহ, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ।

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন