২৯ জানুয়ারী ২০২৫, বুধবার



আগামী নির্বাচন কেউ যেন ভণ্ডুল করতে না পারে: প্রধানমন্ত্রী

ঢাকা বিজনেস ডেস্ক || ২৭ অক্টোবর, ২০২৩, ০৫:৪০ এএম
আগামী নির্বাচন কেউ যেন ভণ্ডুল করতে না পারে: প্রধানমন্ত্রী


আগামী জাতীয় নির্বাচন নির্বাচনে বাংলাদেশের  উন্নয়ন-অগ্রগতির ধারা অব্যাহত রাখতে দেশবাসীকে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তিনি বলেন, ‘আগামী সাধারণ নির্বাচন কেউ যেন ভণ্ডুল ও প্রশ্নবিদ্ধ করতে না পারে, সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।’ বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বেলজিয়ামের ব্রাসেলসে তার সম্মানে বাংলাদেশি কমিউনিটি আয়োজিত এক সংবর্ধনায় ভার্চ্যুয়ালি দেওয়া বক্তৃতায় প্রধানমন্ত্রী এই আহ্বান জানান।  

‘সরকারের বিরুদ্ধে যে-সব অপপ্রচার চালানো হচ্ছে, তাতে কোনো কর্ণপাত না করে গত ১৫ বছরে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন’ জনগণের কাছে তুলে ধরতে আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘অপপ্রচারের যথার্থ জবাব হিসেবে গত ১৫ বছরে আওয়ামী লীগ সরকার বাংলাদেশে যে উন্নয়নমূলক কর্মকাণ্ড করেছে, তা জনগণের কাছে তুলে ধরুন।’ 

শেখ হাসিনা বলেন, ‘জনগণ আওয়ামী লীগকে ভোট দিয়ে দেশের স্বাধীনতা ও উন্নয়ন পেয়েছে।’ তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকার দেশকে উন্নয়নশীল দেশে পরিণত করেছে। আন্তরিকতা, সুনির্দিষ্ট পরিকল্পনা এবং সে অনুযায়ী পরিকল্পনা বাস্তবায়নের কারণে আমরা বাংলাদেশের ব্যাপক উন্নয়ন করতে সক্ষম হয়েছি।’ 

২৯ বছর দেশের জনগণের জন্য অন্ধকার ও  কষ্টের সময় ছিল উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘বিএনপির হাতে বাংলাদেশের কোনো ভবিষ্যৎ নেই এবং তারা বাংলাদেশের জনগণের কথা চিন্তা করে না।’ সূত্র: বাসস 

ঢাকা বিজনেস/এনই



আরো পড়ুন