২৩ ডিসেম্বর ২০২৪, সোমবার



লঙ্কানদের ১৫৭ রানের টার্গেট দিলো ইংল্যান্ড

ঢাকা বিজনেস ডেস্ক || ২৬ অক্টোবর, ২০২৩, ১১:৪০ এএম
লঙ্কানদের ১৫৭ রানের টার্গেট দিলো ইংল্যান্ড


লঙ্কানদের বিপক্ষে মাত্র ৩৩ ওভার ২ বলেই ১৫৬ রানে অলআউট হয়েছে ইংল্যান্ড। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে চলমান বিশ্বকাপ ক্রিকেটে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ইংলিশ অধিনায়ক জস বাটলার।

ব্যাট করতে নেমে দলকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার জনি বেয়ারস্টো ও ডেভিড মালান। উদ্বোধনী জুটিতে ৪৫ রান যোগ করেন এই দুই ব্যাটার। তবে এরপরই ছন্দপতন হয় ইংল্যান্ডের।

মাত্র ২৩ রানের মধ্যে তিন উইকেট হারায় ইংল্যান্ড। মালান ২৫ বলে ২৮, বেয়ারস্টো ৩১ বলে ৩০ ও জো রুট ১০ বলে ৩ রান করে সাজঘরে ফিরে যান।

এরপর স্কোরবোর্ডে ১৭ রান যোগ করতেই আরও দুই উইকেট হারায় ইংলিশরা। জস বাটলার ৬ বলে ৮ ও লিয়াম লিভিংস্টোন ৬ বলে ১ রান করে আউট হলে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ইংল্যান্ড।

মইন আলিকে সঙ্গে নিয়ে বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেন বেন স্টোকস। তবে দলীয় ১২২ ও ১২৩ রানে আরও দুই উইকেট হারায় ইংল্যান্ড। মইন আলি ১৫ বলে ১৫ ও ক্রিস ওকস রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান।

একাই লড়াই চালিয়ে যাওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন স্টোকস। দলীয় ১৩৭ রানে ৭৩ বলে ৪৩ রান করে আউট হন তিনি। 

এরপর দ্রুতই আরও দুই উইকেট হারিয়ে ৩৩ ওভার ২ বলে ১৫৬ রানে অলআউট হয় ইংল্যান্ড। শ্রীলঙ্কার পক্ষে লহিরু কুমারা নেন ৩টি উইকেট। 

ইংল্যান্ড একাদশ: ডেভিড মালান, জনি বেয়ারস্টো, জো রুট, লিয়াম লিভিংস্টোন, জস বাটলার (অধিনায়ক), বেন স্টোকস, মইন আলি, ক্রিস ওকস, ডেভিড উইলি, মার্ক উড ও আদিল রশিদ। 

শ্রীলঙ্কা একাদশ: কুসল পেরেরা, পথুম নিসাঙ্কা, কুসল মেন্ডিস (অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চরিথ আসালাঙ্কা, ধানাঞ্জয়া ডি সিলভা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, মহেশ থিকসানা, দিলশান মাদুশঙ্কা, কুশান রাজিথা ও লাহিরু কুমারা।

ঢাকা বিজনেস/এনই



আরো পড়ুন