২২ নভেম্বর ২০২৪, শুক্রবার



মালদ্বীপকে হারিয়ে দুর্দান্ত জয় বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক || ১৭ অক্টোবর, ২০২৩, ০১:৪০ পিএম
মালদ্বীপকে হারিয়ে দুর্দান্ত জয় বাংলাদেশের


ফিফা বিশ্বকাপ প্রাক বাছাইয়ের ম্যাচে মালদ্বীপের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। যেখানে ম্যাচে ৫৯ মিনিটেই দুঃসংবাদ পেয়েছিল বাংলাদেশ। সোহেল রানা দ্বিতীয় হলুদ কার্ডে ১০ জনের দলে পরিণত হয়েছিল লাল সবুজের প্রতিনিধিরা। তবে ফয়সাল আহমেদ ফাহিম ও রাকিব হোসেনের নৈপুণ্যতায় ২-১ গোলে জয় পেয়েছে বাংলাদেশ। এতে ২০২৬ ফিফা বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে পা রেখলো বাংলাদেশ।

মঙ্গলবার (১৭ অক্টোবর) বিশ্বকাপ বাছাইয়ের প্রথম রাউন্ডের দ্বিতীয় লেগে মালদ্বীপকে ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। এর আগে মালেতে প্রথম লেগে ১-১ গোলে ড্র করেছিল দুদল। তাতে দুই লেগ মিলিয়ে প্রথম রাউন্ডে ৩-২ ব্যবধানে জয় তুলে নিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা।

এদিন ম্যাচের শুরু থেকেই মালদ্বীপকে চাপে রাখে স্বাগতিকরা। তারই ধারাবাহিকতায় ম্যাচের ১১তম মিনিটে ফাহিমের বলে হুসাইন শরিফকে বোকা বানিয়ে বাংলাদেশকে এগিয়ে দেন রাকিব।

এরপর গোছানো ফুটবলে মালদ্বীপকে ব্যস্ত করে তুলে বাংলাদেশ। আক্রমণাত্মক ফুটবলে ম্যাচের ২৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ আসে জামাল ভূঁইয়াদের। কিন্তু ওয়ান বাই ওয়ানে দুর্দান্ত সুযোগটি মিস করেন রাকিব।

বাংলাদেশ ব্যবধান দ্বিগুণ করতে ব্যর্থ হলেও মালদ্বীপ সমতায় ফিরতে ভুল করেনি। ৩৬ মিনিটে ডান প্রান্ত থেকে হাজমার কর্ণা কিক  আইসাম ইব্রাহিমের মাথায় পড়লে ঠান্ডা মাথায় তিনি জালে পাঠান এত ১-১ সমতায় ফেরে মালদ্বীপ। প্রথমার্ধে সমান অবস্থায় থেকেই বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় বাংলাদেশ। এবার গোলদাতা ফয়সাল আহমেদ ফাহিম। ৪৬ মিনিটে সংঘবদ্ধ এক আক্রমণে এগিয়ে যায় স্বাগতিকরা। এর পর আর কোনো গোল না হওয়ায় জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যায় বাংলাদেশ।

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন