২২ ডিসেম্বর ২০২৪, রবিবার



টাঙ্গাইলে ডেঙ্গুতে এক নারীর মৃত্যু

টাঙ্গাইল সংবাদদাতা || ১৭ অক্টোবর, ২০২৩, ১১:৪০ এএম
টাঙ্গাইলে ডেঙ্গুতে এক নারীর মৃত্যু


টাঙ্গাইলে ডেঙ্গু আক্রান্ত হয়ে মাকসুদা নামের (৪৩) নামের এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ অক্টোবর) রাতে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মিনহাজ উদ্দিন মিয়া এই তথ্যটি নিশ্চিত করেন। এ নিয়ে জেলায় ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১৩ জনের। 

এদিকে ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ডেঙ্গুতে ৪২ জন শনাক্ত হয়েছেন। শনাক্তরা জেলা শহরের হাসপাতাল ছাড়াও বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। 

জেলা স্বাস্থ্য বিভাগের দেওয়া তথ্যানুযায়ী, জেলার মোট ৪ হাজার ১৯২ জন ডেঙ্গুতে শনাক্ত হয়েছেন। এর মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৪ হাজার ১৭ জন। বর্তমানে জেলার হাসপাতালগুলোতে চিকিৎসাধীন রয়েছেন ১৭৫ জন রোগী।

নতুন আক্রান্তদের মধ্যে শেখ হাসিনা মেডিকেল হাসপাতালে ২ জন, জেনারেল হাসপাতালে ১৪ জন, টাঙ্গাইল সদরে ১ জন, মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে ১২ জন, নাগরপুরে ৩ জন, সখীপুরে ৫ জন, মধুপুরে ৪ জন ও ধনবাড়ী উপজেলায় ৬ জন। 

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন