২৬ জুন ২০২৪, বুধবার



ফ্রিজের কম্প্রেসারের আগুনে দগ্ধ ৩

ব্রাহ্মণবাড়িয়া করেসপন্ডেন্ট || ১৭ অক্টোবর, ২০২৩, ০২:১০ পিএম
ফ্রিজের কম্প্রেসারের আগুনে দগ্ধ ৩


ব্রাহ্মণবাড়িয়া শহরে একটি দোকানে ফ্রিজের কম্প্রেসার ফেটে ৩ জন দগ্ধ হয়েছেন।  

মঙ্গলবার (৭ আগস্ট) দুপুর ১২টার দিকে পাওয়ার হাউজ রোডে জয় রেফ্রিজারেশন দোকানে এ ঘটনা ঘটে। 

ফায়ার সার্ভিসের কর্মীরা দগ্ধদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করেছেন।

দগ্ধরা হলেন- মোফাসসিল (২২), ইসরাফিল (১৭) ও মোহাম্মদ আরমান (১৮)।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘শহরের পাওয়ার হাউজ রোডে জয় রেফ্রিজারেশন দোকানে ঝালাইয়ের কাজ করার সময় ফ্রিজের ফেটে দোকানে আগুন লেগে যায়। পরে দোকানের ৩ জন কর্মচারী ওই আগুনে দগ্ধ হন। তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে দ্বগ্ধদের উদ্ধার করে হাসপাতাল নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের সার্জারি বিভাগে ভর্তি করেন।’ 

আজহার/এইচ



আরো পড়ুন