২৩ ডিসেম্বর ২০২৪, সোমবার



অস্ট্রেলিয়াকে ২১০ রানের টার্গেট দিলো শ্রীলঙ্কা

ঢাকা বিজনেস ডেস্ক || ১৬ অক্টোবর, ২০২৩, ০১:৪০ পিএম
অস্ট্রেলিয়াকে ২১০ রানের টার্গেট দিলো শ্রীলঙ্কা


চলমান ক্রিকেট বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে ২১০ রানের টার্গেট বেঁধে দিলো শ্রীলঙ্কা। সোমবার (১৬ অক্টোবর) ভারতের অটল বিহারী বাজপায়ী একনা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ২০৯ রানে অল আউট হয়ে যায় শ্রীলঙ্কা। 

টস জিতে ব্যাটিং করতে নেমে দারুণ শুরু করেন দুই ওপেনার। মারমুখী ব্যাটিংয়ে শতরানের জুটি করে কুসল পেরেরা ও পথুম নিসাঙ্কা। দলীয় ১২৫ রানে ৬৭ বলে ৬১ রানে আউট হন পথুম নিশাঙ্কা। 

এরপর ক্রিজে আসেন অধিনায়ক কুসল মেন্ডিস। তাকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখার চেষ্টা করে কুশল পেরেরা। তবে দলীয় ১৫৭ রানে ১৩ বলে ৯ রান করে আউট হন লঙ্কান অধিনায়ক।

কুশলের বিদায়ের পর বিপর্যয় নামে লঙ্কান ব্যাটিংয়ে। ৪২ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় শ্রীলঙ্কা। কুসল পেরেরা ৮২ বলে ৭৮ রান করে আউট হন।

এরপর দ্রুতই আরও দুই উইকেট হারিয়ে ৪৩ ওভার ৩ বলে ২০৯ রানে অলআউট হয় লঙ্কানরা। অস্ট্রেলিয়ার পক্ষে অ্যাডাম জ্যাম্পা নেন ৪টি উইকেট। 

/ঢাকা বিজনেস/এন/



আরো পড়ুন