২৩ ডিসেম্বর ২০২৪, সোমবার



যেমন হতে পারে টাইগারদের সম্ভাব্য একাদশ

ক্রীড়া ডেস্ক || ১৩ অক্টোবর, ২০২৩, ০৭:৪০ এএম
যেমন হতে পারে টাইগারদের সম্ভাব্য একাদশ


সমালোচনা যেন পিছু ছাড়ছেনা বাংলাদেশ দলের। একের পর এক সিদ্ধান্ত নিয়ে দিয়ে সমালোচনার মুখে পড়তে হচ্ছে টাইগারদের। চলতি বিশ্বকাপের নিজেদের তৃতীয় ম্যাচে আজ নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ ক্রিকেট দল। শুক্রবার (১৩ অক্টোবর) চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়। 

আফগানিস্তাানের বিপক্ষে ৬ উইকেটের জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করে বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের কাছে ১৩৭ রানের বড় ব্যবধানে হারে টাইগাররা।

ব্যাটিংয়ে পুরোপুরি ব্যর্থই ছিল বাংলাদেশের টপ অর্ডার। আফগানিস্তানের বিপক্ষে ২৭ রানে ২ উইকেট হারালেও সমস্যায় ফেলেনি টাইগারদের। ইংল্যান্ডের বিপক্ষে ব্যাটিং সহায়ক উইকেটে বাংলাদেশি ব্যাটাররা ফর্মে ফিরবেন ধারণা করা হলেও সেটি  হয়নি। প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ৩৬৪ করে ইংল্যান্ড। জবাবে ৪৯ রানেই ৪ উইকেট হারিয়ে লড়াই থেকে ছিটকে পড়ে বাংলাদেশ। আর সেখানেই ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়ে যায়।

তবে ফর্মে ফিরেছেন লিটন দাস। ৬৬ বলে ৭৬ রানের ইনিংস খেলেন তিনি। যা বাংলাদেশের জন্য একমাত্র সান্তনার বিষয়। আন্তর্জাতিক ক্রিকেটে তানজিদ হাসান তামিম নতুন হওয়া  সঙ্গ কারণেই  প্রত্যাশাটা লিটনের ওপড়ই বেশি। নিজের সেরাটা দিয়ে দলকে ভালো শুরু এনে দিবেন লিটন এমনটাই আশা করছে বাংলাদেশ শিবির।

নিউজিল্যান্ডের বিপক্ষে আজ ২ পরিবর্তন নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ। আগের দুই ম্যাচেই তিন পেসার নিয়ে মাঠে নেমেছিল সাকিবের দল। তবে চেন্নাইয়ের স্পিন সহায়ক উইকেটে একজন বাড়তি স্পিনার খেলাতে পারে টিম ম্যানেজমেন্ট। এমনটা হলে কপাল খুলবে নাসুম আহমেদের। এক পেসার কমিয়ে এই বাঁহাতি স্পিনারকে একাদশে ফেরাতে পারে বাংলাদেশ। এছাড়া অভিজ্ঞ মাহমুদউল্লাহ ফিরতে পারেন আজ ।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ : তানজিদ হাসান তামিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, শেখ মাহেদী, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন