২২ ডিসেম্বর ২০২৪, রবিবার



৫ রানে নেই ভারতের ৩ উইকেট

ক্রীড়া ডেস্ক || ০৮ অক্টোবর, ২০২৩, ০১:৪০ পিএম
৫ রানে নেই ভারতের ৩ উইকেট


অস্ট্রেলিয়ার দেওয়া সহজ টার্গেট তাড়া করতে নেমে ৩ উইকেট হারিয়ে চাপে রয়েছে ভারত। চলমান ওয়ানডে বিশ্বকাপে আসরের পঞ্চম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছে স্বাগতিক ভারত। আগে ব্যাট করতে নেমে ৪৯.৩ ওভার শেষে সবকয়টি উইকেট হারিয়ে ১৯৯ রান সংগ্রহ করে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ২০০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে রানের খাতা না খুলতেই আউট হয়েছেন ভারতীয় ব্যাটার ইশান কিষাণ। অন্যদিকে দুই অংকের সংখ্যা পার করতে পারেননি রোহিত শর্মা।

দলীয় ০.৪ ওভারে মিচেল স্টার্কের বলে গ্রিনের হাতে ক্যাচ তুলে প্যাভিলিয়নের পথে ফিরেন কিষাণ। অন্যদিকে জশ হ্যাজলউডের বলে এলবিডব্লিউ হয়ে ফিরেছেন রোহিত শর্মা। রোহিত ফেরার পর মাঠে নেমে থিতু হতে পারেননি শ্রেয়াস আইয়ারও। রানের খাতা খোলার আগে তিনিও ফিরেন হ্যাজলউডের বলে ক্যাচ হয়ে। এখন পিচে আছে বিরাট কোহলি ও লোকেশ রাহুল অপরাজিত আছেন।

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন