২৩ ডিসেম্বর ২০২৪, সোমবার



সিরিয়ার পর লেবাননে ইসরায়েলের হামলা

আন্তর্জাতিক ডেস্ক || ০৮ অক্টোবর, ২০২৩, ১০:৪০ এএম
সিরিয়ার পর লেবাননে ইসরায়েলের হামলা


সিরিয়া-ইসলায়েল উত্তেজনার মধ্যে নতুন করে যুক্ত হয়েছে লেবানন। লেবাননের সশস্ত্র গোষ্ঠী  হিজবুল্লাহদের ছোড়া  ‘মর্টার শেল’ নিক্ষেপের পর পাল্টা আক্রমণ করেছে ইসরায়েল। বার্ত সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

দুই প্রতিবেশী ইসরায়েল ও লেবাননের সম্পর্ক চিরবৈরী। ২০০৬ সালে কয়েক মাস যুদ্ধের পর দেশ দুটি যুদ্ধবিরতিতে আসে। তবে সিরিয়া-ইসলায়েল উত্তেজনার মধ্যে ইসরায়েলে হামলা চালিয়েছে হিজবুল্লাহদ।

ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) এর একজন মুখপাত্র জানান, মাউন্ট ডোভ অঞ্চলে রোববার (৮ অক্টোবর) গোলাগুলির ওই ঘটনা ঘটে। দীর্ঘ দিন যাবত এই অঞ্চলটির ইসরায়েল, লেবানন ও সিরিয়া নিজেদের ভূমি বলে দাবি করে আসছে। 

গতকাল শনিবার ভোরে গাজা থেকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে রকেট হামলা চালায় হামাস। এর প্রতিশোধ নিতে এখন বিমান হামলা চালাচ্ছে ইসরায়েলে। তবে আগেই ইসরায়েল হিজবুল্লাহকে সতর্ক করেছে যে হামাসের সঙ্গে যেনো লড়াইয়ে তারা না জড়িত হয়। হামাসের মত লেবাননের হিজবুল্লাহও ইসরায়েলে হামলা চালায়।  

কিন্তু রোববার ফিলিস্তিনি জনগণের প্রতি ‘সংহতি’ জানাতে তারা তিনটি পোস্ট থেকে রকেট ও কামানের গোলা ছুড়েছে। 

শনিবারের রকেট হামলায় ইসরায়েলের ৩০০ জন নিহত হয়েছে। পাল্টা হামলায় ফিলিস্তিনে নিহত হয়েছে ২৩০ জন। 



আরো পড়ুন