টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাকচাপায় মনিরা নামে এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কুশারিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
নিহত মনিরা ঘাটাইল উপজেলার রসুলপুর ইউনিয়নের কাজলা গ্রামের আ. মান্নানের মেয়ে। সে স্থানীয় ধলাপাড়া কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্রী। সে এবার এইচএসসি পরীক্ষার্থী।
ওসি বলেন, 'বুধবার (২৭ সেপ্টেম্বর) ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ব্যবহারিক পরীক্ষা দিয়ে বান্ধবীদের নিয়ে অটোরিকশায় সে বাড়ি ফিরছিল। অটোরিকশাটি ঘাটাইল-সাগরদিঘী আঞ্চলিক সড়কের কুশারিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাককে সাইড দিতে গেলে মনিরা সড়কে পড়ে যায়। এ সময় দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দিলে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।'
ঢাকা বিজনেস/নোমান/এন