২২ নভেম্বর ২০২৪, শুক্রবার



অজিদের ৪০০ রানের পাহাড়সম টার্গেট দিলো ভারত

ক্রীড়া ডেস্ক || ২৪ সেপ্টেম্বর, ২০২৩, ০১:৩৯ পিএম
অজিদের ৪০০ রানের পাহাড়সম টার্গেট দিলো ভারত


মোহালিতে দ্বিতীয় ওয়ানডেতে শ্রেয়াস আইয়ার-শুবমান গিল সেঞ্চুরি ও শেষদিকে সূর্যকুমার যাদবের ৩৭ বলে অপরাজিত ৭২ রানের ঝোড়ো ইনিংসে অজিদের ৪০০ রানের পাহাড়সম টার্গেট দিয়েছে ভারত। রোববার (২৪ সেপ্টেম্বর) টস হেরে ব্যাটিংয়ে নেমেছিল ভারত। প্রথম ইনিংসের নির্ধারিত ৫০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ৩৯৯ রান করেছে স্বাগতিকরা। 

ইনজুরির পর ফিরে এসে এদিন দারুণ ইনিংস খেলেছেন শ্রেয়াস আইয়ার। দীর্ঘ বিরতির পর এটা ছিল তার দ্বিতীয় আন্তর্জাতিক ম্যাচ। আর সেই ম্যাচেই শতরান করেছেন ডানহাতি এই ব্যাটার। সেঞ্চুরি করেছেন শুভমান গিলও। দুজনের বড় জুটিতেই বিশাল সংগ্রহ পেয়েছে ভারতীয়রা।

টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতে গায়কোয়াড়কে হারিয়ে একটু ধাক্কা খেয়েছিল ভারত। তবে শ্রেয়াস আইয়ার ও শুভমান গিলের দুর্দান্ত ব্যাটিংয়ে দ্রুতই সেই ধাক্কা কাটিয়ে ওঠে স্বাগতিকরা। তাদের ২০০ রানের জুটিতে অজি বোলারদের রীতিমতো নাভিশ্বাস তুলেছেন আইয়ার-গিল।

পরে ১০৫ রান করে ফেরেন আইয়ার। গিল করেছেন ১০৪ রান। এই দুজনের বিদায়ের পর ম্যাচের হাল ধরেছেন লোকেশ রাহুল ও ইশান কিষাণ। কিষাণ ৩১ রান করে জাম্পার বলে আউট হন।

শেষদিকে চার-ছক্কার ঝড় তোলেন সূর্যকুমার যাদব। ৬ ছক্কা এবং ৬ চারে ৩৭ বলে ৭২ রান করেন তিনি। জাদেজা করেন ১৩ রান। তাতে ৩৯৯ রানে থামে ভারতের ইনিংস।

১০ ওভারে ১০৩ রান দিয়ে ২ উইকেট পেয়েছেন ক্যামেরন গ্রিন। একটি করে উইকেট পেয়েছেন অ্যাডাম জাম্পা, শন অ্যাবট এবং জশ হ্যাজেলউড।  

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন