২২ ডিসেম্বর ২০২৪, রবিবার



বান্দরবানের থানচিতে ভ্রমণে নিষেধাজ্ঞা

বান্দরবান সংবাদদাতা || ১০ জানুয়ারী, ২০২৩, ০৯:০১ পিএম
বান্দরবানের থানচিতে ভ্রমণে নিষেধাজ্ঞা


বান্দরবানের রুমা ও রোয়াংছড়ি উপজেলার সঙ্গে থানচিতেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। থানচি উপজেলায় আগামী ১১ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। 

এদিকে, বান্দরবানের সীমান্ত এলাকায় জঙ্গী সংগঠন ও কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানের কারণে গত ১৭ অক্টোবর থেকে রুমা ও রোয়াংছড়ি উপজেলায় অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা চলছে। এখন নতুন একটি উপজেলা যোগ হলো। তবে, এই তিন উপজেলা ব্যতীত অন্য ৪টিতে পর্যটক যাতায়াতে কোনো বাধা নেই।

সোমবার (৯ জানুয়ারি) জেলা ম্যাজিস্ট্রেট ইয়াসমিন পারভীন তিবরীজি স্বাক্ষরিত এক স্বারক মূলে এতথ্য জানা যায়।

প্রতিবছর শীত মৌসুমে জেলায় হাজার হাজার পর্যটকের আগমন ঘটলেও এবার দফায় দফায় নিষেধাজ্ঞা জারি থাকায় দেশি-বিদেশি পর্যটক না আসার কারণে জেলার দুই শতাধিক হোটেল-মোটেল ও পাঁচ শতাধিক পর্যটক গাইড কর্ম শূন্য হয়ে পড়েছে।

বাসু দাশ/এম



আরো পড়ুন